Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - " জলছবি "কলমে - সঙ্গীতা চন্দ্র রায়ছন্দ - অক্ষরবৃত্ত (৮+৬)   ২২.১০.২০২১প্রখর দহন দিন শরতের বেলা,মেঘে মেঘে সারাদিন করে যায় খেলা।গগনে গরজে মেঘ ঝরে …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম - " জলছবি "

কলমে - সঙ্গীতা চন্দ্র রায়

ছন্দ - অক্ষরবৃত্ত (৮+৬)

   ২২.১০.২০২১

 

প্রখর দহন দিন শরতের বেলা,

মেঘে মেঘে সারাদিন করে যায় খেলা।

গগনে গরজে মেঘ ঝরে বারিধারা,

অকাল বানের জলে কেহ গৃহহারা।

ভেসে যায় মাঠ ঘাট ভাসে ঘরবাড়ি,

অসহায় প্রাণীকূল পথে সারি সারি।

গৃহহীন, জলহীন প্রাণ সবাকার,

খাবারের তরে সব করে হাহাকার।

পথ আজি জলে ডুবে ভেসে আসে তরী,

চারিদিকে জলে জলে শুধু যায় ভরি।

মানুষের হাহাকার সয় না যে আর,

যত দেখি তত প্রাণ কাঁদে বারবার।

প্রভুরে মিনতি করি খোলো হে নয়ন,

অসহায় মানুষেরে করহ যতন।

উৎসবে মজে কেহ কেহ শুধু কাঁদে,

কেহ ঘোরে পথে পথে কেহ ঘর বাঁধে।