Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন *************************#শিরোনাম__আকাশের_ছোঁয়া#কলমে__শান্তি_দাস#তারিখ_৩০_১০_২০২১ইং
আকাশের ছোঁয়া লাগে এই বিষন্ন মনের মাঝে, রোজ ঘুম ভাঙলেই মনটা  উদাসী সাজে। 
মনে হয় জীবন কি এমনি কাটবে ধোঁয়াশায়,বেদনার মনে আক…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

*************************

#শিরোনাম__আকাশের_ছোঁয়া

#কলমে__শান্তি_দাস

#তারিখ_৩০_১০_২০২১ইং


আকাশের ছোঁয়া লাগে এই বিষন্ন মনের মাঝে, 

রোজ ঘুম ভাঙলেই মনটা  উদাসী সাজে। 


মনে হয় জীবন কি এমনি কাটবে ধোঁয়াশায়,

বেদনার মনে আকাশ আবৃত ঘন কুয়াশায় ।


মনে হয় জন্মেছি পৃথিবীর বুকে হারিয়ে যায় মন,

তবুও জীবন চালিত পথে কর্ম ব্যস্ততায় করতে হয় রন। 


মন নিয়ে টানাপোড়েনের সংসারে আবদ্ধতা,

জীবনের সবটাতেই থাকে জোয়ার ভাটা।


আকাশ যেমন ধরতে না পাই নেই কোন ঠিকানা,

মনের মধ্যে ও চলে অবিরাম খামখেয়ালিপনা।


মন কি চায় কেউ ভাবতে পারেনা  বড় হেয়ালীপনা,

আকাশের ছোঁয়া পাবে না কেউ পাবে না মনের ঠিকানা।


হাজার স্বপ্ন এসে ভীড় করে আকাশ ছোঁয়া কল্পনা, 

ভাবনা যখন মনে আঘাতে কত করি জল্পনা।


ওর আছে আমার নেই লোভে হারিয়ে ফেলি চেতনা, 

সহস্র যন্ত্রণার মাঝে ভুগতে হয় কত যাতনা। 


কত লোভ লালসা দেয় মানুষের বিবেক বুদ্ধি হারিয়ে, 

আকাশ ছোঁয়া কল্পনা করতে মানুষের সাধ্য ছাড়িয়ে, 


তাই তো কল্পনা মাঝে যা আছে সন্তুষ্ট থাকতে হয়, 

আকাশ ছোঁয়া কল্পনা যে লোভে পড়ে হয়ে রয়।