স্বপ্ন সাহিত্য যাপন
কবিতা - শব্দ-মিছিল হারিয়ে জয়দেব মাইতি (৩০/১০/২০২১)
আজকাল কলমে তেমন জোর পাইনা, হন্যে হয়ে বিষয় খুঁজি বন্ধ চোখে - দিবালোকে- সন্ধ্যা তারায়- রাতের আঁধারে, কত রাত কাটে অনিদ্রায় কাব্যের আশায় - কিছুতেই ঘুম আসেনা - ভোর…
স্বপ্ন সাহিত্য যাপন
কবিতা - শব্দ-মিছিল হারিয়ে
জয়দেব মাইতি (৩০/১০/২০২১)
আজকাল কলমে তেমন জোর পাইনা,
হন্যে হয়ে বিষয় খুঁজি বন্ধ চোখে -
দিবালোকে- সন্ধ্যা তারায়- রাতের আঁধারে,
কত রাত কাটে অনিদ্রায় কাব্যের আশায় -
কিছুতেই ঘুম আসেনা - ভোরের বিছানায়,
ছটফট করি ভাল কিছুর সন্ধানে।
শব্দ তরঙ্গ মাথায় খেলেনা আর,
যেখান থেকে মুহূর্তে তুলে নিয়ে গেঁথেছি -
ভালোলাগা অজস্র কথামালা কত সহজে,
নিঃসঙ্গতা ঘিরে ধরে বারবার আষ্টেপৃষ্ঠে।
মাঝে মাঝে আশঙ্কা উঁকি দেয় -
তবে কি ফুরিয়ে গেলাম,
এবার কি সত্যিই হারিয়ে যাবো -
ভুলে যাবে আমার অগণিত সাহিত্য--সাথী!
যদিও আঁচড় কেটে যাওয়ার মতো
তেমন কিছু ঘটাতে পারিনি -
শুধু যেটুকু পেরেছি তুলে ধরেছি খেয়ালে।
শুনেছি সবারই এরকম হয়ে থাকে কখনো,
কিছু না পেয়ে নিজের কথা লিখে দিলাম -
নতুনভাবে ফিরে আসার দিনগুনে।
-- পথের বাঁকে --