Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

ছড়া কবিতা
        তাঁতি বাবুই ডাঃ বিভাস চন্দ্র বিশ্বাস রচনা - ১২/০১/২০১৮  তাং - ২৩/১০/২০২১
ছোট্ট পাখি বাবুই    জাতের শিল্পী তুই          কর্মে তৃপ্তি যোগাস ,বরকনে জোড়া দুই     নীলাকাশ ছুঁই ছুঁই        শিল্পে কলি ফোটাস !
ছোট্ট ডানা…

 


ছড়া কবিতা


        তাঁতি বাবুই 

ডাঃ বিভাস চন্দ্র বিশ্বাস

 রচনা - ১২/০১/২০১৮

  তাং - ২৩/১০/২০২১


ছোট্ট পাখি বাবুই

    জাতের শিল্পী তুই

          কর্মে তৃপ্তি যোগাস ,

বরকনে জোড়া দুই

     নীলাকাশ ছুঁই ছুঁই

        শিল্পে কলি ফোটাস !


ছোট্ট ডানা মেলি

     যাযাবর নাম পেলি

         ওহে দেশান্তরী বীর ,

ঠোঁটের ডগায় ঠেলি

     উঁচুতে বেঁধে গেলি

        উল্টো কলসীর নীড় !


সন্ধ্যা আরতি দিতে

       গোবর মাটি নিতে

            কভুতো ভুলিস না ,

নিঝুম নীড় নিভৃতে

  দীপ্ত জোনাক বাতিতে,

      তবু প্রদীপ জ্বালিস না !


হে দিবানিশি কর্মী

     বিশ্ব প্রকৃতি ধর্মী

            তব গাহি জয়গান ,

জ্ঞান-রশ্মিতে মর্মী

   মন অগোচরে ঘর্মী

       পেলি তাঁতির সম্মান !


মনের ময়লা ঝেড়ে

  ভালোবাসা নিলি কেড়ে

          প্রেরণা-দান দৃষ্টিতে ,

যাস না হেতা ছেড়ে

      মনটা দে নেড়ে-চেড়ে

           সে নব নব সৃষ্টিতে !!

         

*********বিসিবি********