Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ-কবিতাশিরোনাম-"নগ্ন ছোঁয়া"কলমে-শ্রী মদন মন্ডল________//তাং ২৪.১০.২০২১আবার আকাশে গোধূলি লগ্নেঅমাবস্যার রাত্রির ন্যায় ঘন কালবৈশাখী মেঘ;যাকে আমি দিন-রাত্রি ভালোবেসেছি-অথচ যার মুখ দেখলেও শীতল স্প…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ-কবিতা

শিরোনাম-"নগ্ন ছোঁয়া"

কলমে-শ্রী মদন মন্ডল

________//তাং ২৪.১০.২০২১

আবার আকাশে গোধূলি লগ্নে

অমাবস্যার রাত্রির ন্যায় ঘন কালবৈশাখী মেঘ;

যাকে আমি দিন-রাত্রি ভালোবেসেছি-

অথচ যার মুখ দেখলেও শীতল স্পর্শ কেবলই 

কল্পলোকেই সম্ভব ;

সেই নারীতো চৈত্র সেলে সাধারণ বস্ত্রে

কালবৈশাখীতে বিদ্যুৎ হীন অন্ধকারে

নিবিড় হয়ে উঠছে |


মনে হয় কোনও বিলুপ্ত জেলের আসামীর বিরহ

প্রেম ! কাঠ কয়লায় ধূসর প্রাসাদে-

"মোনালিসা"র রূপ জাগে হৃদয়ে |

দীঘা-পূরীর সমুদ্রের তীরে

কিংবা বাংলাদেশ এর বা সিঙ্গাপুরের কিনারে

অথবা শাহজাহানের তাজমল-যমুনার পারে

আজ নেই,

কোন এক ঐতিহ্যের প্রাসাদ ছিল;

আমার মৃত চোখ,আমার হিমালয় চূড়ার ন্যায়

তোমাকে নিয়ে স্বপ্ন !

আর তুমি নারী -

কল্পনার প্রাসাদে তুমি রাজরানী |

অনেক রামধনু-রঙে রোদ;

আর আমার হৃদয়ে তুমি ছিলে;

তোমার মুখের কত শত শতাব্দী আমি দেখি না,

খুঁজি না |

গম্বুজের বেদনাময় রেখা,

সুপ্ত ইলিশ মাছের গন্ধ,

সারাক্ষন তোমার ছায়া পথে ঘুরে 

নগ্ন ছোঁয়ার প্রেমের চেয়ে সাজু ও রূপাই এর

প্রকৃত নকশীকাঁথার প্রেমে মালা গেঁথে যাই-

ও সময়ে পরিহাসে একটি করে শুকিয়ে যায় |