Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন#সৈকত_#   #দেবারতিচন্দরায়_                            
বারে বারে সেখায় সে কিছু না কিছু।দু একটা ছিটে ফোঁটার উদ্দেশ্যঅথবা জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার মানে।দূরে দাঁড়িয়ে দেখি তার উদ্দামতা।ভেঙে পড়ে জেগে ওঠা প্রতিবা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

#সৈকত_#   

#দেবারতিচন্দরায়_                            


বারে বারে সেখায় সে কিছু না কিছু।

দু একটা ছিটে ফোঁটার উদ্দেশ্য

অথবা জলোচ্ছ্বাসে ভেসে যাওয়ার মানে।

দূরে দাঁড়িয়ে দেখি তার উদ্দামতা।

ভেঙে পড়ে জেগে ওঠা প্রতিবার,

কঠোর পরিশ্রম নিরলস অহংকারে।

একটা শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে

লুকোচুরি খেলতে ব্যস্ত যে সময়ের সাথে 

বয়ে নিয়ে আসছে যত কিছু বুকে করে

কেড়ে নিয়ে করতে চাইছে সর্বস্বান্ত।

আটকে রাখতে বালি হারায় নিজেকে।

নির্জন দ্বীপের মত সাক্ষী আমি,

দেখতে থাকি ভাঙা গড়ার খেলা।

মনে হয়, 

কলসপত্রী হয়ে ধরে রাখি সব সঞ্চয় ,

সমস্ত শক্তি দিয়ে গাঁথতে থাকি শেকড়,

ক্লান্ত হয়ে ফিরে আসি, ফিরে যায় সে।

পড়ে থাকে সৈকত ঝিনুকের কঙ্কাল গায়ে।

স্বর্ণলতা হয়ে কলসপত্রী হওয়ার ইচ্ছা

রয়ে যায় অসম্পূর্ণ, ভেজা বালির মতো।

DCR