Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন ।
#বিভাগ----কবিতা।#কলমে ----শিপ্রা মুখার্জি(মুখোপাধ্যায়)।#শিরোনাম----বাংলার রূপ। তারিখ---23--10--2021
সাগরের সাথে করে দিনু আড়ি চলে এনু ফিরে বাংলার বাড়ি, যেথা ফুল ভারে নত শাখার নাচন শোভা দেখে মন করে আনচান। 
এত…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন ।


#বিভাগ----কবিতা।

#কলমে ----শিপ্রা মুখার্জি(মুখোপাধ্যায়)।

#শিরোনাম----বাংলার রূপ। 

তারিখ---23--10--2021


সাগরের সাথে করে দিনু আড়ি 

চলে এনু ফিরে বাংলার বাড়ি, 

যেথা ফুল ভারে নত শাখার নাচন 

শোভা দেখে মন করে আনচান। 


এত খিদে ছিল আঁখিতে কি মোর?

পিয়াসী মনে যে বাজিছে নুপূর। 

সুপারীর গাছে বাবুইয়ের বাসা 

শিল্পী ও বলে, বাবুইকে খাসা।


মধূপের ঝাঁক মধু খায় ফুলে

গরবী করবী ঢলে পড়ে ছলে। 

প্রেমে ঢলঢল, হেসে কল কল 

সুধায় ভাসায় এ ধরণী তল। 


নামে কবি আমি, ভাসি কথাহীন সাগরে 

কি ভাবে ভরিব ভাষার  বাহারে। 

বারি ঝিম ঝিম, পাতা রিন রিন 

দুয়ারেতে বসে, শুধু পেতেছি মন।

---------------×-----------