Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

{|} বিভাগ - আধুনিক কবিতা{|} শিরোনাম - যদি ইচ্ছে হয়{|} কলমে - গৌতম তরফদার{|} তারিখ - ২২/১০/২০২১
যদি ইচ্ছে হয়আমার চোখে চোখ রাখ নির্দ্বিধায়ভালোবাসার দৃষ্টিদানে না-বলা কথাআমি না হয় নিজেই সাজিয়ে নেবনিজের মতন করে।            দ্বিধার বয়স…

 


{|} বিভাগ - আধুনিক কবিতা

{|} শিরোনাম - যদি ইচ্ছে হয়

{|} কলমে - গৌতম তরফদার

{|} তারিখ - ২২/১০/২০২১


যদি ইচ্ছে হয়

আমার চোখে চোখ রাখ নির্দ্বিধায়

ভালোবাসার দৃষ্টিদানে না-বলা কথা

আমি না হয় নিজেই সাজিয়ে নেব

নিজের মতন করে।

            দ্বিধার বয়স বাড়তে দিও না,

            লজ্জা ভোলো, চোখ খোলো। 


যদি ইচ্ছে হয়

সংকোচের সলতে পোড়াও প্রেমের আগুনে।

আবেগের ধোঁয়ায় যদি চোখে জল আসে

হাসায় যদি দু'গাল ভাসিয়ে

বুঝবে তখন প্রেমে পড়ছো তুমি।

           বুঝবে সেদিন ভালোবাসার জ্বালা।

          বোধ কালা, হৃদয় ঝালাপালা। 


যদি ইচ্ছে হয়

মাঝপথে আমার হাত ছেড়ে দিতে পার।

বিরহী আগুনের গরম ছেঁকা খেতে খেতে

হাসি আর কান্নার গান গাইবো একসাথে।

দেখবে যদি চলে এসো পাগলাগারদে। 

            প্রেমে পাগল যদি হতে পারি

            মানব না যতই দাও আড়ি। 


যদি ইচ্ছে হয়

একটু না হয় আমাকে পরখ করেই দেখ।

অবজ্ঞার চাবুকে করে দাও ফালাফালা,

উপুড় করে দাও তোমার জমানো অবহেলা, 

দেখো সইতে পারি কিনা লুকানো জ্বালা!           

              নিজে হেরে জেতাবো তোমায়,

             কাঁদবে, যেদিন হারাবে আমায়। 


______// ® বুদ্ধুরাম