Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিষয় : আধুনিক কবিতা শিরোনামে : ধৃতরাষ্ট্রকলমে : যতীন দাশতারিখ : ২২.১০.২০২১*****************************           # ধৃতরাষ্ট্র #*****************************চারিদিকে ধৃতরাষ্ট্র আর বিভীষনেরভিড় দেশে ছেয়ে গেছে শহর…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিষয় : আধুনিক কবিতা 

শিরোনামে : ধৃতরাষ্ট্র

কলমে : যতীন দাশ

তারিখ : ২২.১০.২০২১

*****************************

           # ধৃতরাষ্ট্র #

*****************************

চারিদিকে ধৃতরাষ্ট্র আর বিভীষনের

ভিড় দেশে ছেয়ে গেছে শহর থেকে

অলিতে গলিতে গ্রামে গঞ্জে সর্বত্ব!

ভয়ানক বিষধর সাপ ওরা!


সাজা গোজ দেখে বোঝা যায় না

ওনাদের কখনো!

একদম সাদা সিদে অমায়িক মিষ্টি

ভাসি মুখোশ পরা শিক্ষিত ভদ্রলোক!


কে জানে এই মুখোশের আড়ালে কত ইতিহাস ভূগোল লুকিয়ে আছে

মহেঞ্জোদড়ো হরপ্পার মত!

একটু ঘাঁটি ঘাঁটি কোরলেই বেরিয়ে

পড়বে হিংস্র নখের আঁচড় আর

লালসার দাঁত!

কিন্তু

ওনাদের খুঁজেবে কে?

ওনারই দেশ ও দশের সর্বেময় কর্তা!

এনারাই দেশের আর দশের গুপ্তঘাতক!

হাজার হাজার বছর ধরে রক্তের

সাথে মিশে গেছে আর বংশ বিস্তার

করে চলেছে কোনো এক অদৃশ্যের

হাতের পুতুল হয়ে অবলীলাক্রমে

কাজ করে চলেছেন!

এনারা ভীষণ পরিবর্তনশীল মানুষ

যেখানে যেমন সেখানে তেমন রূপ

ধারণ করেন!


এখন আমরা অভিজ্ঞতার আগুনে পুড়ে নিজেদের প্রস্তুত করেছি!

অতীতের লাঞ্ছনা আর যন্ত্রনা ভুলে

নিজেরা সঙ্গবদ্ধ হয়েছি!

ভালো ভাবে বেঁচে থাকার তাগিদে

সকলে জেগে উঠেছে পথে ঘাটে

মরু প্রান্তরে অলিতে গলিতে আকাশে

বাতাসে মুখরিত!

এস্পার না ওস্পার যা হবার হবে

লড়াই থেকে একবিন্দু পিছনে নয়!


এদেশে প্রতিদিন ঘুম ভাঙে মৃত্যুর

খবরে আর আর ধর্ষণের খবর

হেডলাইন পড়ে!

ঠুনকো চিন্তা ধারায় মানুষ আজ

মানবিকতা ভুলে গেছে আর

বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে!

হিংসা লোভ লালসা দিনকে 

দিন বেরিয়েই চলেছে সমাজের বুকে!

কৃষক রাও সঙ্গবদ্ধ হয়ে লড়াই

করে চলেছে

স্বপ্ন সফলতা লাভ করতে দেবে না

বলে শপথ নিয়েছে দাঁতে দাঁত

চেপে জুলুম বাজি বজায় রেখেছে

চারিদিকে অভিমুন্যদের নিধন

করার জন্যে!

শত্রু বাঁচিয়ে রাখা মানে মৃত্যু, এই

শপথে দাঁতে দাঁত চেপে সুপ্ত

বাসনায় লিপ্ত!

আজকে রক্তে রাঙা রাজপথ

ভয় লেস হীন হাজার হাজার মানুষ

পথে নেমেছে দৃঢ তাদের শক্তিশালী

পদক্ষেপ!

" কিছু বিচ্ছিন্নবাদী নাম গোত্র হীন

দল তারা দেশটাকে শেষ করে দিচ্ছে 

যে কোনো অজুহাতে মূর্তি মন্দির

মসজিদ ভেঙে জাত ধর্ম নির্বিশেষে

দাঙ্গা লাগিয়ে দেবার ষড়যন্ত্রে মেতে 

উঠেছে!

পাপের ঘড়া পূর্ণ করেছে তবু

শান্ত হয় নি এখনো!

সুযোগের অপেক্ষায় থাকে সর্বক্ষণ!

ধৃতরাষ্ট্র আর বিভীষণদের সহতায়

এদের হত্যালীলায় পূর্ণ স্বাধীনতার 

মদত আছে বলেই করতে পাচ্ছে!


মানুষ নিজেদের মধ্যে দ্বন্দ্ব

বিদ্বেষ ভুলে আজ সংঘবদ্ধ হয়েছে

নিজের দাবি আদায়ের পরিপেক্ষিতে

ঐক্যবদ্ধ হয়ে বিপদের মোকাবিলা

করছে!

মৃত্যু তাদের হাতের মুঠোয়

তাই মৃত্যুকে করেছে তারা জয়!

মনুষ্যত্ব আর মানবিকতা

ফিরিরে আনতে শপথ নিয়েছে

জাতি ধর্ম নির্বিশেষে!


তাই উদীয়মান তরুণ কবিদের

করি আহ্বান!

এবার কলম গর্জে উঠুক প্রতিবাদ!