Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ--কবিতাশিরোনাম--""হেমন্তের আগমন"""কলমে---জয়া গোস্বামী২২/১০/২০২১ 
শরতের নীল পেঁজা মেঘ আজ হয়েছে উন্মুক্ত নব হেমন্তের আগমনে শিশিরে সোঁদা মাটি সিক্ত __ 
হিম কুয়াশার চাদরে ঢেকে আজ ক…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ--কবিতা

শিরোনাম--""হেমন্তের আগমন"""

কলমে---জয়া গোস্বামী

২২/১০/২০২১ 


শরতের নীল পেঁজা মেঘ আজ হয়েছে উন্মুক্ত 

নব হেমন্তের আগমনে শিশিরে সোঁদা মাটি সিক্ত __ 


হিম কুয়াশার চাদরে ঢেকে আজ করছে প্রবেশ

গ্রামবাংলার অরণ্য অপরূপে শোভায় নিবেশ __ 


মিঠে রোদের আবার কদর ফের উঠানে উঠানে

ভিড় হবে পাড়ার কাকীমাদের আবার সেদিনে__ 


শীতের ভোরে আবার খেজুর রসের দেখা পাবে

কচিকাচার দল আনন্দে বিভোর হয়ে উঠবে ___ 


হেমন্তের আগমনে কবির প্রেম উঠবে রাঙিয়ে

খাতার পাতায় হেমন্তের কবিতা লিখবে ভরিয়ে__ 


হেমন্তের আবাহনে পল্লীগ্রামে দক্ষিণা বাতাসে হিল্লোল

ধানগাছ তার অঙ্গদোলাবে যেন যুবতি মেয়ের কল্লোল___ 


সেদিন গ্রামে সোনার ফসলে উঠবে খুশিতে মেতে

নবান্ন উৎসব করবে ঘরে ঘরে হেমন্তের প্রভাতে___ 


হেমন্তের শিরশিরানি বাতাসে সবাই উৎসবে মাতবে

পল্লীগ্রামে সোনার ধানে চাষীরা আনন্দে গোলা ভরবে___ 


শরতের শেষে হেমন্ত এসে আমেজে মন পরিবর্তন করে 

গাছে গাছে রঙিন ফুল চতুর্দিকে ফুটে উঠে বাগান ভরে__ 


শিশিরধৌত ঘাসের উপর বিচরণ করে শিশিরকণা

মুগ্ধ হয়ে আপন মনে কবি কবিতা শব্দে করবে রচনা___