Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টিসাহিত্য যাপন কবিতা "একদিন" সুনীল বণিক ২৩/১০/২০২১***************একদিন আমার একান্ত আপন ফোনটা থাকবে শুধু আমার ছোঁয়া নিয়ে কিন্তুআমি থাকবো না।
আমার কবিতা গুলো একদিন ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমার মনের প্রকাশ নিয়ে কিন্তআমি থাকব…

 


সৃষ্টিসাহিত্য যাপন 

কবিতা 

"একদিন" 

সুনীল বণিক 

২৩/১০/২০২১

***************

একদিন আমার একান্ত আপন ফোনটা থাকবে 

শুধু আমার ছোঁয়া নিয়ে কিন্তু

আমি থাকবো না।


আমার কবিতা গুলো একদিন ছড়িয়ে ছিটিয়ে থাকবে আমার মনের প্রকাশ নিয়ে কিন্ত

আমি থাকবো না


একদিন আমার আঁকা ছবির ক্যানভাসগুলো থাকবে আমার ভাবনার প্রতিফলন নিয়ে কিন্তু আমি থাকবো না


আমার কণ্ঠের আবৃত্তি গুলো ধ্বনিতে হবে অলিতে গলিতে একদিন সকলের মন ছুঁয়ে অথচ

আমি শুনবো না।


আমার প্রশংসায় মুখরিত হবে চারিদিক একদিন দেখবে শুনবে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করবে কিন্তু আমি থাকবো না।


একদিন আমার কথা ভেবে কারো কারো হৃদয় ভারাক্রান্ত হবে আড়ালে চোখের জল বইবে কিন্তু আমি দেখবো না।