Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন. শিরোনাম : হেমন্তকালকবি : অশোক কুমার পাইকতারিখ : 23/10/2021
ঝাউ গাছের ফাঁকটি দিয়ে ওঠে প্রভাত রবি,সিঁদুর রঙে ভরায় ঝিলে পূর্ণ জ্যোতির ছবি,হেমন্তেরই সকাল ফুটে নদীই কুয়াশা ঢাকেবিলের জলে হাঁসের সারি দলটি বেঁধে ডাকে …

 


সৃষ্টি সাহিত্য যাপন. 

শিরোনাম : হেমন্তকাল

কবি : অশোক কুমার পাইক

তারিখ : 23/10/2021


ঝাউ গাছের ফাঁকটি দিয়ে ওঠে প্রভাত রবি,

সিঁদুর রঙে ভরায় ঝিলে পূর্ণ জ্যোতির ছবি,

হেমন্তেরই সকাল ফুটে নদীই কুয়াশা ঢাকে

বিলের জলে হাঁসের সারি দলটি বেঁধে ডাকে l


ঋতুর ভীড়ে মেঘরা উড়ে বিদায় নিল আগে,

বর্ষা, শরৎ হারিয়ে গেলো হেমন্ত ঋতু জাগে,

শান্ত নদীর প্রশান্ত জলে সিন্গ্ধ বাতাস ঝরে

ডিঙায় ভেসে কত আশে জেলেরা মাছ ধরে l


এই হেমন্তে কাটবে কিষাণ মাঠের পাকা ধান

ধানের আঁটি ভরবে উঠানে গাইবে সুখে গান,

নতুন ধানের গন্ধে মাতায় গাঁয়ের চারি ধামে 

নবান্ন পার্বন বাহারি পিঠা হেমন্তকালে গ্রামে l


শিউলি ছাতিম ফুলের গন্ধ ভরায় চারিপাশে

কামিনী কাঞ্চন মল্লিকা ফুল কাননেতে হাসে,

গন্ধরাজ, হিমঝুরি আর বক ফুলেতেই মাতে

চাঁদের আলো মুক্ত ছড়ায় জ্যোস্না ভরা রাতে l


কামরাঙা ও চালতা ফল ফলবে গাছে গাছে 

আমলকি ও ডালিম ডালে হেমন্ত ঋতু নাচে,

সবুজ গাছে ফলের বাহার মধু মাসটি জানি

হৈমন্তিকার মিষ্টি শোভা ঘোচায় মনের গ্লানি l