Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম: উড়ানকলমে:বিমান বিশ্বাসতারিখ:৩০_১০_২০২১
জীবনটা ঠিক রূপ কথার উড়ান নয়কিন্তু সে কল্পনার ইমেজে ছোটে আদিম মরীচিকার ঘ্রাণেসেকেন্ডের ভগ্নাংশে সে পাড়ি দেয়পাড়ি দেয় সে দেশ থেকে দেশান্তরে, সাগরের সঙ্গমের আশা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম: উড়ান

কলমে:বিমান বিশ্বাস

তারিখ:৩০_১০_২০২১


জীবনটা ঠিক রূপ কথার উড়ান নয়

কিন্তু সে কল্পনার ইমেজে ছোটে আদিম মরীচিকার ঘ্রাণে

সেকেন্ডের ভগ্নাংশে সে পাড়ি দেয়

পাড়ি দেয় সে দেশ থেকে দেশান্তরে, সাগরের সঙ্গমের আশায় নিঃস্রোত নদীর পাড় ধরে সাদা পাখির মতন।


জলের দরে ভেসে যায় সময় স্রোতে,

কখনো রক্তের স্বাদের তাড়নায়, কখনো ক্ষুধার মিছিলের স্বরলিপি নিয়ে মনের গ্লাসে তৃষ্ণা নিয়ে ডুবসাঁতার দেয় শহুরে জনসমুদ্রে।


কখনো সে আদিমতম ডমরুধ্বনিকে ছুঁতে চায় নিন্দুকের অক্টোপাসের ব্যারিকেড ভেঙে, সময়ের ডালে বসে পৃথিবীর আঁধারে যায় এঁকে মৃত্যুর জয়টীকা অর্জিত বক্ররেখার প্রতিটি দাস্তানায়।


কিন্তু আমরা কেউ ভেবে দেখি না

এ উড়ানে থাকে প্রতি মুহূর্তে নিঃসঙ্গ হওয়ার ঝুঁকি,অপ্রেমের উপবাস, দোদুল্যমান ভালোবাসার শবদেহের বিপুল তৃষ্ণা আর স্বার্থপর বকুল কথার আঁশটে গন্ধ মাখা স্মৃতির ত্রিমাত্রিক শরীর।

যা শেষ হতে পারে অরুণোদয় বিষাদের কঙ্কাল সূর্যের নরম আলোয়।


নতুন গজিয়ে ওঠা সদ্যজাত লতাগুলো আশ্বাস দেয় কিছুটা জীবনের উচ্ছল প্রাণশিখার

কিন্তু প্রতিকূল মুহূর্তেরা আসে বার বার,ক্ষণে ক্ষণে

বারুদের স্তুপের মতো জ্বলে ওঠে শর্তহীন আগুনে,কড়ায় গন্ডায় মিটিয়ে নেয় তার যৌবনের টুকরো টুকরো প্রতিশোধ

ঝাপসা চোখের জলে ভেসে হয় সে মশগুল।


আমি এতোদিনে বুঝেছি

বুঝতে শিখেছি প্রতিপদে উলঙ্গ পিচ্ছিল রানওয়ে,

যাতে ক্ষণিকের ভুলে দাড়ি পড়তে পারে কাল্পনিক সুখের গল্পকথার 

যেমন গোধূলির শেষ প্রান্তে ঘাপটি মেরে থাকে আলোকের মৃত্যুক্ষুধা।


সন্ধের আগরবাতির ধোঁয়ায় আচ্ছন্ন হয় ভাঙাচোরা মন চিরপ্রেমিক হবে বলে

মুহূর্তে অজস্র কাঁটার আঘাতে হয় দিশেহারা

যেনো সৈকতে ভেঙে পড়া লহরীর শীতল গর্জন ।


জানো সুরঞ্জনা;

আমি চাইনি এভাবে হারিয়ে যেতে,

চাইনি হারিয়ে যেতে মরুভূমির বালুকা বেলার রামধনুর মতো।

চাইনি আমি;

একটু হাওয়ার দাপটে দুর্বল প্রদীপের শিখা নিভে যায় যেমন

যেমন আঁধার করে আসা মেঘের ছোবলে হারিয়ে যায় কতোশত আলোর রেখা আজন্ম পিপাসা বুকে নিয়ে শুয়ে পড়া রাতের দেহে।


আজ আনমনে বসে যখন ভাবি

ফেলে আসা ভুলের ফিসফিসে চুমুর কারণ

হৃদয়ের পাঁজর ভেঙেচুরে উঠে আসে শুকিয়ে যাওয়া ভরা দুঃখের দহন।


অগাধ ঐশ্বর্যের আশা নিয়ে বাঁধতে চেয়েছিলাম যে বাসা

অজান্তে খেলে গেছি কামনার মায়ায়

সে বাসা আজ একাকিত্বের যন্ত্রণা ছাড়া কিছুই নয়।


শৈশব চলে যায়, কৈশোর আসে,মনে নতুন কুঁড়ি মালা গাঁথে,যৌবন শুকিয়ে বাস্তব আসে,পাখিরা সব একে একে যায় ছেড়ে।


বেকারত্ব, দীনতা,ব্যর্থ প্রেম, সংসার কুরুক্ষেত্র

সব আজ জীবনের উড়ানে ধরা দেয় নিঃস্ব মলিন ভাঙাচোরা আয়নায়।


          তবু বেঁচে আছি

 বেঁচে আছি অন্ধ অহমিকা আর ভালো থাকার প্রবল ইচ্ছার গালভরা মিথ্যের আয়োজনে।


Copyright All Rights Reserved To Biman Biswas