Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম ঃ মানুষ হ'তে হবেকলমে- দেবব্রত গাঙ্গুলী তারিখ- ২১/১০/২০২১
আমরা সবাই রাত-দিন ভাই মানুষ হয়ে জন্মাবার গর্ব করি, তবেসত্যিকারের পূর্ণ সে এক মানুষ হয়ে-উঠবো গো আর কবে?
মস্তিষ্কের প্রকোষ্ঠে যার বিচার আছে, আছে বিবেক, অনুভবের আলো,…

 


শিরোনাম ঃ মানুষ হ'তে হবে

কলমে- দেবব্রত গাঙ্গুলী 

তারিখ- ২১/১০/২০২১


আমরা সবাই রাত-দিন ভাই 

মানুষ হয়ে জন্মাবার গর্ব করি, তবে

সত্যিকারের পূর্ণ সে এক মানুষ হয়ে-

উঠবো গো আর কবে?


মস্তিষ্কের প্রকোষ্ঠে যার বিচার আছে, 

আছে বিবেক, অনুভবের আলো, 

যার ছোঁয়াতে অবলীলায় যায় ঘুচে সব

ক্ষুদ্র স্বার্থ, বিভেদ, দৈন্য আর নীচতার কালো।


মানুষ হয়ে জন্ম নেবার দম্ভে মজে

যতই মাতি বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের বিজয়-উৎসবে,

ভুললে পরে চলবে সে কি?

নিছক মানুষরূপী তো নয়-

আমাদের চেতনাতেও মানুষ হ'তে হবে।


চারপাশেতে দেয়াল, শুধু দেয়াল তুলে

একটু একটু ক'রে,

ছিন্ন ক'রে সবার থেকে নিজেকে আজ-

রাখছি মিথ্যে আস্ফালনের শীশমহল এক গ'ড়ে। 

তাই গোঁড়ামির এক আঘাতে

ধর্ম-জাতের অজুহাতে 

ঠুনকো মহল চূর্ণ সে হয় যবে,

তখনও কি ভাববো না ভাই

এবার বাঁচার শর্তে মোদের মানুষ হতে হবে!


যুগে যুগে আমাদেরই পূর্বপুরুষ 

শুনিয়েছিলেন মানবতার ললিত বাণী যাঁরা,

ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব দেখে

আজকে বলো কষ্টে কি নেই

ভাই সে সকল মহান আত্মারা?


সভ্যতার সঙ্কটের বেলায়

ভাইয়ের রক্ত নিয়ে খেলায়-

যে ভাই মজে, ইতিহাসে তারা

ক্ষমার অযোগ্য হ'য়ে রবে,

ধর্ম-বর্ণ-জাত পরে ভাই

সবার আগে আমাদের যে 

মানুষ হ'তে হবে।