Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -#কেমন_আছো?কলমে : কেয়া চক্রবর্তীতারিখ : ৩০.১০.২১
যখন কেউ প্রশ্ন করে, "কেমন আছো?"বলতে হয় " ভালো আছি",থাকো কোথায়? "এই তো কাছাকাছি"।বাড়িতে কজন?"মা আর মেয়ে দুজনেই বেশ মজায় …

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম -#কেমন_আছো?

কলমে : কেয়া চক্রবর্তী

তারিখ : ৩০.১০.২১


যখন কেউ প্রশ্ন করে, "কেমন আছো?"

বলতে হয় " ভালো আছি",

থাকো কোথায়? 

"এই তো কাছাকাছি"।

বাড়িতে কজন?

"মা আর মেয়ে দুজনেই বেশ মজায় আছি"।

কি করো?

"স্কুলে পড়াই"।

শুনেই বক্রোক্তি, ওহ সেতো এখন বন্ধ,

আছো ভালোই।

মাস গেলে মাইনে পেয়ে যাও,

ঘরে বসে বসেই।।

বোঝে না কেউ

 আমাদের বিড়ম্বনা,

অনলাইনে স্কুল চালানো,

মোটেই সহজ না।।,

সারাদিন ফোনে বসে

দেখতে হয় দিস্তাখানিক খাতা,

ফোনের ওপর বাড়ছে চাপ,

আসছে যখন ঝাঁকে, ঝাঁকে, পাতার পরে পাতা।।

অস্পষ্ট ছবি, ঝাপসা কখনো ও

কি লিখেছে পড়াই যায় না অর্ধেকটা।।

বাড়ছে চোখের ওপরে চাপ,

কে বোঝে আর সেই কষ্টটা?

আগে ৪ ঘন্টা ডিউটি করেই

পেতাম সারাদিনের মুক্তি,

এখন ফোনের নম্বর আছে সবার কাছেই

এখন রাত বিরেতে ও বাড়ায় যা বিরক্তি।।

হোয়াটস অ্যাপে আসে ম্যাসেজ কিংবা ফোন, যখন তখন,

আগে ছিল না এত নানারকম ঝক্কি।।

যেহেতু একতরফা এই ব্যবস্থা,

বুঝতেই পারি না, কে দিচ্ছে মন আর কে দিচ্ছে ফাঁকি?

এক মহামারী আসতেই বদলে গেছে 

জীবনের রূপরেখা,

জানিনা কি আছে আগে, ছোটো ছোটো

শিক্ষার্থীদের ভাগ্যে লেখা?

জীবন চলেছে এগিয়ে 

জীবনের মতন,

পিছে পরে রয়েছে বন্ধু, বান্ধব

আত্মীয় - স্বজন।।

কেমন যেন জড়িয়ে পড়ছি সবাই

একাকীত্বের ফাঁদে,

ওষ্ঠাগত সবার প্রাণ, বেঁচে আছি সুস্থ শরীরে,

সেটাতেই মনোনিবেশ করেছি সর্বাগ্রে।।

দুটো টীকা হয়েছে বলে 

পড়ছে না অনেকেই মাস্ক,

এই মহামারী রুখতে এটাই

কিন্তু প্রধান টাস্ক,

উৎসব, এলে মন্ডপে ভিড় 

উপচে পড়ে,

তার জন্যই দিনে দিনে 

মহামারীর গ্রাফ বাড়ছে ধীরে ধীরে।।

এমনি চললে পড়ে আশু ভবিষ্যতেও

আর খুলবে না কোনো স্কুল,

শিক্ষক/শিক্ষিকারা মাইনে পাচ্ছে কেন

ভেবে হয়ো না আকূল?


#কেমন_আছো?

©কেয়া চক্রবর্তী®