Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম ঃ প্রস্থান নয় অবস্থান    কলমে  ঃ  অনন্ত বিকাশ তারিখ ঃ ৩০/১০/২০২১
দাউ দাউ করে জ্বলছে স্বদেশ আমার,   এই দেশ কি ভুলে গিয়েছে?    কত তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম স্বাধীনতা!
কত মা বোনদেরকে হতে হয়েছিলো ধর…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম ঃ প্রস্থান নয় অবস্থান 

   কলমে  ঃ  অনন্ত বিকাশ 

তারিখ ঃ ৩০/১০/২০২১


দাউ দাউ করে জ্বলছে স্বদেশ আমার,

   এই দেশ কি ভুলে গিয়েছে? 

   কত তাজা রক্তের বিনিময়ে 

আমরা পেয়েছিলাম স্বাধীনতা!


কত মা বোনদেরকে হতে হয়েছিলো ধর্ষিতা,

এ দেশ তো ছিলো সকল ধর্মের সমাধিকার,

তবে আজ কেন? কিসের লোভে  পড়ে

আমাদেরকে  হতে হচ্ছে এমন নিষ্ঠুর নির্দয়,

অমানবিক, ভেঙে দেওয়া হচ্ছে মূর্তি, জ্বালিয়ে দেওয়া হচ্ছে নিরীহ অসহায় জেলে পল্লী- যত সব

আদিম মন্দির,কেন ভাই আমাদের এমন হতে হবে

    কেন আচরণ হবে বর্বর নৃশংস।


 এদেশে তো আছে মন্দির, মসজিদ, গির্জা,পেগোডা, তবে কেন আজ হত্যা করতে হবে যতন সাহাকে, আর সংখ্যা লঘু  বলে ধর্ষিত হতে হবে মাত্র দশ বছরের নিষ্পাপ শিশুটিকেও,এমন কি- মেয়েটিকে  মেরেও ফেলে দিয়েও ছিলো সেই নরপশুরা, তাঁরওতো স্বপ্ন ছিলোএই দেশে-

 এই পৃথিবীতে বেচেঁ থাকার।


আজ মানবতাকে ভূ-লুন্ঠিত করে যাঁরা করছে

এমন আচরণ,তারা কি মানুষ নয়! 

     তাহলে কি তাদের পরিচয়?

তাহলে কি মানবতা হারিয়ে গেছে সেই বীর    বাঙালির হৃদয় থেকে, 

ওরা কারা? ওরা কি মানুষ  নাকি অন্য কোন

জাতি,আজ লজ্জা হয় বলতে আমিও বাঙালি, 

নাকি সংখ্যা লঘু  বলে তাঁরাও অন্য কোন জাতি?।


দাউ দাউ করে জ্বলছে মানবতা আর বিবেক,

পুড়ে ছাড় খাঁড় হচ্ছে এই দেশের সার্বোভৌমত্ব,

ছিড়ে ছিড়ে খাচ্ছে আমাদের বুদ্ধিজীবিদের 

নিউরন,তাঁরা কিছুতেই ভূমিষ্ট হতে দেবে না

সুশিক্ষার আলোকপথ,বিলীন করে দিতে চায়

স্বাধীনতা,ওরা কারা? হয়তো ওরাও কোন অমানবিক, ওরাও মানুষ, সেই মানুষ রুপি 

পুশুরা কি  ভাত খায়! ওরা কি গৃহে বাস করে?

এই প্রশ্ন যতন সাহার চার বছরের শিশুটির!


আজ খুঁড়ে খুঁড়ে খাচ্ছে আমাদের সুস্থ মস্তিষ্ক 

শকুন হায়েনার দল,আজ ক্ষুধার জ্বালায় পুড়ছে

অন্নহীনের পেট-খোলা আকাশ হয়েছে তাদের শেষ ভরসা,

আজ মানবতা কাদঁছে রক্তে তরাঙ্গায়িত হয়ে 

মুক্তচিন্তার আহ্বানে নিউরন গুলোও দিশাহীন।


দাউ দাউ করে জ্বলছে আমার মাতৃভূমি 

ঝরছে অগ্নি অশ্রু অবিরত, শোণিতধারায়

মানবতা অজানা গন্তব্যে পাড়ি দেয়। 

তবুও এই দেশ আমার!  চাই এতটুকু 

বেঁচে থাকা আর  দুমুঠো ভাতের নিশ্চয়তা,

তাতেই কোন রকমে চলে যাবে মহামান্যগণ।


# রচনাকাল ঃ ২০/১০/২০২১

# কীর্তিকোঠা

# স্বত্ব সংরক্ষিত।