Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা    :   আলোর অন্ধকারেকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ০১ , ১০ , ২০২১
অরণ্যের আদিম গন্ধ ঝেড়ে ফেলে গা থেকে আলোর অন্ধকারে আমরা হেঁটেছি পথ যতভালুকে সেই লোম-নখ-দাঁত ঝরিয়ে রেখেকানাগলির গোলকধাঁধায় হয়েছি বিব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা    :   আলোর অন্ধকারে

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ০১ , ১০ , ২০২১


অরণ্যের আদিম গন্ধ ঝেড়ে ফেলে গা থেকে 

আলোর অন্ধকারে আমরা হেঁটেছি পথ যত

ভালুকে সেই লোম-নখ-দাঁত ঝরিয়ে রেখে

কানাগলির গোলকধাঁধায় হয়েছি বিব্রত ।


আলোর এ'অন্ধকারে পাহাড়ী সে'নদী নাই ,

কিশোরী সে'ঝরনার পায়েও বাজে না নূপুর ;

ভোরে পাখিদের কলতানে বাজে না সানাই ,

শুনি না ফুলে ফুলে মধুপের সে'গুনগুন সুর ।


পরিবর্তে আমাদের সাজানো এ'দন্তমূলে

সাপের মত বিষের থলিটা রেখেছি পূর্ণ ;

ভুলেই গেছি বলতে বুকের কথা বুক খুলে ,

বিশাল শূন্যতা দিয়ে করেছি জীবন শূন্য ।


তাই কাউকে আর কারও কিচ্ছুটি নাই দেবার ,

শূন্যতা ভরাতে সকলেই ভীষণই প্রাণান্ত ;

সাগর ভেবে ডোবাতেই অর্থহীন সাঁতার ,

বেগ ছেঁটে দুই ডানার খাঁচায় থাকি শান্ত ।


নিভিয়ে ফেলেছি আঁচ--উষ্ণতার--ধমনীতে ,

সর্বত্র দায়সাড়া কর্মের আবেগহীন উদ্যোগ ;

মিলি না আর তেমনটা সে'পাড়াসুদ্ধ পিকনিকে ,

দেখেও না-দেখার ছলেই বন্ধ রাখি চোখ ।


ভাল থাকার কৌশলে এইভাবেই ভাল থাকি ,

বুকের মধ্যে জ্বালিয়ে রেখে অনির্বাণ চিতা ;

দ্বীপে দ্বীপে প্রত্যেকে নির্যোগ-নিশ্চুপ-একাকী ,

রচে যাই নীরবে জীবনের শূন্য সংহিতা ।

------------------------------------------------------------------