Page Nav

HIDE

Post/Page

May 28, 2025

Weather Location

Breaking News:

তমলুকে দুস্থদের অন্ন ও বস্ত্র বিতরণ।

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রামকৃষ্ণ এডুকেয়ার অ্যাসেসমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার নিমতৌড়ি শ্রী হরি ভবনে দুস্থদের অন্ন ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে তাদের বার্ষিক অনুষ্ঠান শেষ করল। …

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রামকৃষ্ণ এডুকেয়ার অ্যাসেসমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে শনিবার নিমতৌড়ি শ্রী হরি ভবনে দুস্থদের অন্ন ও বস্ত্র বিতরণের মধ্য দিয়ে তাদের বার্ষিক অনুষ্ঠান শেষ করল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা  সভাধিপতি মামুদ হোসেন, ডক্টর প্রমথনাথ মন্ডল, বিশিষ্ট  শিক্ষাবিদ সুকুমার মাইতি, ঋত্বিক আদক, সংস্থার সম্পাদক সুরজিৎ সামন্ত। প্রায় ছয় শতাধিক গরীব  মানুষের হাতে শীতবস্ত্র ,শাড়ি, জামা, মশারী তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠান থেকে ওই সংস্থার ওয়েবসাইট প্রকাশ করা হয় বলে জানান সংস্থার সম্পাদক।