Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা ঃ ০১-১০-২০২১৷শিরোনাম ঃ তোমার গর্ভগৃহ ৷সৃজনে ঃ গোপেশ রায় ৷॰॰॰তোমাার গর্ভগৃহে স্নান করলাম প্রিয় নদী ! আমাদের মিলন হলোআজ ভোরে কাকলির প্রথম সোহাগে !
কতো ফুল ফুটেছিল রজনীর পাড়ায়কালরাতে ৷ কতো জোনাকি ক্লান্ত হলো দু'হাত বাড়িয়ে ধ…

 


কবিতা ঃ ০১-১০-২০২১৷

শিরোনাম ঃ তোমার গর্ভগৃহ ৷

সৃজনে ঃ গোপেশ রায় ৷

॰॰॰

তোমাার গর্ভগৃহে স্নান করলাম 

প্রিয় নদী ! আমাদের মিলন হলো

আজ ভোরে কাকলির প্রথম সোহাগে !


কতো ফুল ফুটেছিল রজনীর পাড়ায়

কালরাতে ৷ কতো জোনাকি ক্লান্ত হলো 

দু'হাত বাড়িয়ে ধরতে গেলাম , দেখি কেহ 

নাই —, ফুল, জোনাকি , নীলপরি সব উধাও 

 আলো এসে গেছে জেনেছে সবাই ৷


আড়ালের আর কিছু নাই সবই তো অতীত

শুধু স্মৃতি স্নানজলে ভিজেছিল  শরীর ৷ আর

নদীখাতে নদীমনে ছিল শুধু নদীজল , তাই দেখি ....

॰॰॰

©গোপেশ রায় ৷ মেদিনীপুর ৷ প.ব ৷ ভারতবর্ষ !

তারিখ ঃ ০১-১০-২০২১|