Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ  – গদ্য কবিতাকবিতা – অলীক উষ্ণতাকবি    –  স্বপন গায়েনতারিখ  –  ৩০/০৯/২০২১ **********************
সমান্তরাল সম্পর্কভেঙে চুরমার...খরস্রোতা নদীর মত জীবনভরা কোটালের ঢেউঅস্থির সম্পর্ক -টিকিয়ে রাখার দায় কার!

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ  – গদ্য কবিতা

কবিতা – অলীক উষ্ণতা

কবি    –  স্বপন গায়েন

তারিখ  –  ৩০/০৯/২০২১ 

**********************


সমান্তরাল সম্পর্ক

ভেঙে চুরমার...

খরস্রোতা নদীর মত জীবন

ভরা কোটালের ঢেউ

অস্থির সম্পর্ক -

টিকিয়ে রাখার দায় কার!


অন্ধ ভালোবাসা

ভেঙে যায় অলীক উষ্ণতায়

দু’চোখে শরতের মেঘ

যে কোনো সময়ে একপশলা বৃষ্টি ...

ওষ্ঠে এখন মড়কের ছায়া

দিগন্তে হাওয়ায় দুলছে কাশফুল

ভালোবাসা নেই, ভালো বাসাটা জরুরী।


বাউন্ডুলে রোদ্দুর কথা শোনে না

পিছন ফিরে তাকিয়ে দেখো নীলনদ

অনন্ত জলরাশির মাঝে ভেসে যায় ভালোবাসা

রিংটোনে বাজছে অদ্ভুত মায়াবী শব্দ

ভালোবাসা, ভালো বাসা ভালোবাসা ...


অলীক সম্পর্ক পাশাপাশি দাঁড়িয়ে

হাতটা শক্ত করে ধরো আজীবন

শরতের রোদ্দুর গায়ে জড়িয়ে হাঁটছে

ভালোবাসা নতজানু হয় অজান্তে

দিগন্তে খুশিতে দুলছে কাশফুল।


    ******