Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

২২/১০/২০২১বিভাগ ঃ- কবিতা শিরোনাম ঃ "সাময়িকী "কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু) 
"কাজু",,,,,,,!কেউ কেউ হয়তো বা জেনেও থাকতে পারে পার্বণে পার্বণে একা নেশা করার মতনপ্রায়ই গাছের মধ্যমূলে ঢুকে পড়ি আমি। গাছ বলতে পলাশ শিমূল…

 


২২/১০/২০২১

বিভাগ ঃ- কবিতা 

শিরোনাম ঃ "সাময়িকী "

কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু) 


"কাজু",,,,,,,!

কেউ কেউ হয়তো বা জেনেও থাকতে পারে 

পার্বণে পার্বণে একা নেশা করার মতন

প্রায়ই গাছের মধ্যমূলে ঢুকে পড়ি আমি। 

গাছ বলতে পলাশ শিমূল কৃষ্ণচূড়া নয়

কুর্চি ফুল। 

কেউ কি জানে প্রত্যহ পবিত্র হতে হয় ওখানে 

গাছের শিকড়ে? 


"কাজু",,,,,!


অনেকেই জানে আমি কুর্চি ফুল ভালোবাসি, 

কুর্চি ফুল কেন তুমি আজ বিষণ্ণ, উদাস,আনমনা?

নারী হয়ে ফুলে ফুলে ঝরে পড়ো তুমি 

আঁধারের পেটে জ্বলে আলোর ক্ষুধা

বড়জোর জোটে ভার জোনাক জ্বালা,

আমি কি এতই বোকা,আঁধার নিমের থেকে 

বেছে নেব তেতো রস, আপাত বিষের মতো?

আসলে ওটা শুধু পার্বণের নেশা, 

কিছুক্ষণ পোষাকের বদল ।।