Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শিলদা কলেজের সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা

নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম.........ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের বর্ষব্যপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো মঙ্গলবার। মঙ্গলবার পঞ্চাশতম বর্ষে পা রাখলো শিলদা কলেজ। সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে বছরভর নান…

 


 নিজস্ব সংবাদদাতা,শিলদা,ঝাড়গ্রাম.........ঝাড়গ্রাম জেলার শিলদা চন্দ্রশেখর মহাবিদ্যালয়ের বর্ষব্যপী সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা হলো মঙ্গলবার। মঙ্গলবার পঞ্চাশতম বর্ষে পা রাখলো শিলদা কলেজ। সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে বছরভর নানা ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা,পরিবেশ সচেতনতা ও উন্নয়নমূলক কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। এদিনের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপিকা ড.সুজাতা তেওয়ারি। অন্যান্য অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে 

আয়োজিত সুবর্ণ জয়ন্তী বর্ষ পদার্পণ উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অমিয় কুমার পান্ডা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের স্বামী ব্রহ্মেশ্বরানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনেরা।‌এদিন কলেজ  প্রতিষ্ঠা লগ্নের দুই উদ্যোক্তা প্রবীণ শিক্ষাব্রতী  নির্মল চৌধুরী ও আশিষ চ্যাটার্জীকে বিশেষ ভাবে সম্মানিত করা হয়।নৃত্য,সঙ্গীত, আবৃত্তি, আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এদিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত করেন কলেজের ছাত্র-ছাত্রীরা। এদিন অনুষ্ঠান শুরুর আগে কলেজ ক্যাম্পাসে অবস্থিত প্রয়াত শিক্ষানুরাগী তথা যাঁর নামে এই কলেজ সেই চন্দ্রশেখর চৌধুরী ও স্বামী বিবেকানন্দের মুর্তিতে মাল্যদান করা হয়।