Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাজির আঘাতে জখম কুকুরটি এখন কলকাতায় চিকিৎসাধীন।

খড়গপুরের জখম হওয়া কুকুরটি এখন কলকাতায় ।মেনকা গাঁন্ধীর পিপল ফর অ্যানিমেল সংস্হার কর্মীরা খবর পেয়ে খড়গপুর যান।সেখান থেকে রবিবার কুকুরটিকে কলকাতায় নিয়ে আসেন চিকিত্সার জন্য ।কালী পুজার দিন কুকুরের পায়ে চকলেট বোমা বেঁধে ফাটানোর জেরে ক…

 

ছবি সংগৃহীত

তরুণ চট্টোপাধ্যায় ।কলকাতা ।
খড়গপুরের জখম হওয়া কুকুরটি এখন কলকাতায় ।মেনকা গাঁন্ধীর পিপল ফর অ্যানিমেল সংস্হার কর্মীরা খবর পেয়ে খড়গপুর যান।সেখান থেকে রবিবার কুকুরটিকে কলকাতায় নিয়ে আসেন চিকিত্সার জন্য ।

কালী পুজার দিন কুকুরের পায়ে চকলেট বোমা বেঁধে ফাটানোর জেরে কুকুরটির পায়ের অর্ধেক অংশটি উড়ে যায় ।শরীর ক্ষত বিক্ষত হয়।লেজটি ও ক্ষতিগ্রস্ত হয়।শরীরের তাপমাত্রা ও কমে যায় ।স্হানীয় ভাবে অপারেশন করেও সুফল না আসায় কলকাতা নিয়ে আসতে হয় কুকুরটিকে।কলকাতার বেলগাছিয়ায় শুরু হয়েছে চিকিত্সা ।পায়ের ক্ষত থেকে গ্যাংরিন হয়ে গেছে।
পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন পাঁচ জনকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন।তবে তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে।
বেশ কিছুদিন আগে কুকুরের ডায়ালিসিস নিয়ে তৃণমূলের চিকিৎসক নেতা নির্মল মাঝির নাম নিয়ে সোরগোল ওঠে।তবে সে চিকিত্সা তিনি মানুষের হাসপাতালে করতে চেষ্টা করেছিলেন।
অবশ্য এই কুকুরটির চিকিত্সা চলছে পশু হাসপাতালে ।তাই সকলেই সাধুবাদ জানিয়েছেন পশুপ্রেমী এই সংস্থার কাজে।
রাস্তার এক কুকুরকে নিয়ে এই ধরনের ভাবনা চিন্তা সত্যি বিরল।
সংস্থার ওরফ থেকে জানানো হয়েছে কুকুরটি সুস্থ হয়ে উঠলে তাঁকে তার পুরানো জায়গায় রেখে আসা হবে।
যুবকদের এই অমানবিক আচরনে দেশজুড়ে নিন্দার ঢেউ।
পশুদের ওপর এই অত্যাচারের নিন্দা করেছেন দেশের মানুষ ।
এতেও কি হূশ ফিরবে এই সব অমানবিক মুখ গুলির।