Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন বাম বিধায়ক চিত্তরঞ্জন দাস ঠাকুর প্রয়াত

বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট.    ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদ সদস্য পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক চিত্তরঞ্জন দাস ঠাকুর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্…

 



বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট.    

ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলী ও জাতীয় পরিষদ সদস্য পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক চিত্তরঞ্জন দাস ঠাকুর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। বেশ কয়েকদিন ধরে লিভারের সমস্যা নিয়ে তমলুকের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য কলকাতা এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতদেহ রাজ্য পার্টি অফিস থেকে সরাসরি পূর্ব মেদিনীপুর জেলা পার্টি অফিসে নিয়ে আসা হয় ।অগণিত কর্মী-সমর্থক শেষ দেখা দেখার জন্য পার্টি অফিসের কাছে ভিড় জমায়। নিরঞ্জন সিহি, নির্মল বেরা, অমৃত মাইতি, বিশ্বনাথ সিনহা, সুকুমার ব্যানার্জি, গৌরাঙ্গ কুইলা,অশোক দিন্দা সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানান। উল্লেখ করা যায পূর্ব মেদিনীপুর জেলার মেহনতী মানুষের স্বার্থে লড়াই-সংগ্রামে ব্রতী হয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন বিভিন্ন আন্দোলনে।