শিবরামপুর : নন্দীগ্রাম : পূর্ব মেদিনীপুর : আজ থেকে পঞ্চাশ বছর আগে নন্দীগ্রামের এক প্রত্যন্ত গ্রামে শিবরামপুরে গড়ে উঠেছিল একটি বাজার। নাম শিবরামপুর নতুন বাজার। সেই বাজার নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পঞ্চাশ বছরে পদার্পণ করেছে। তাই …
নন্দীগ্রাম, উইকিপিডিয়া |
অমৃত মাইতি |
উৎসব চলবে ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। উদ্বোধনী সভাকে কেন্দ্র করে শোভাযাত্রা হবে। বাজবে ধামসা মাদল। সাংস্কৃতিক প্রতিযোগিতা, সাহিত্য বাসর, ভলিবল প্রতিযোগিতা, সন্তরণ প্রতিযোগিতা, রক্তদান শিবির , চক্ষু অপারেশন ক্যাম্প, যাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ কনটেস্ট, ম্যারাথন দৌড়।
বাজার কমিটির সভাপতি অন্যতম প্রতিষ্ঠাতা অমৃত মাইতি এবং সম্পাদক অন্যতম প্রতিষ্ঠাতা পরেশ চন্দ্র পাঁজা জানিয়েছেন কোভিদ বিধি নিষেধ মাথায় রেখে অনুষ্ঠানগুলি পরিচালিত হবে। উৎসব কমিটির সম্পাদক অনিমেষ মাইতি এবং সভাপতি কল্লোল প্রামানিক।