Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জামনায় মানি ওয়াইজ সেন্টার ফর ফাইনান্সিয়াল লিটারেসি সেন্টারের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর.....আর্থিক সাক্ষরতা ও সচেতন তা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করলো আর্থিক সাক্ষরতা কেন্দ্র।জনগনকে আর্থিক বিষয়ে সাক্ষর ও সচেতন করার লক্ষ্যে পিংলা ব্লকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জামনা শাখার ঠিক বিপ…


নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর.....আর্থিক সাক্ষরতা ও সচেতন তা বৃদ্ধির লক্ষ্যে যাত্রা শুরু করলো আর্থিক সাক্ষরতা কেন্দ্র।জনগনকে আর্থিক বিষয়ে সাক্ষর ও সচেতন করার লক্ষ্যে পিংলা ব্লকের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জামনা শাখার ঠিক বিপরীতে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা হলো মানি ওয়াইজ সেন্টার ফর ফাইনান্সিয়াল লিটারেসি(সি.এফ.এল) সেন্টারের ।সেন্টার সূত্রে জানা গেছে এই অফিস থেকে ডেবরা, পিংলা ও সবং ব্লকের সমস্ত গ্রামের মানুষদের জন্য আর্থিক সাক্ষরতা ও সচেতনতা মূলক কাজ করা হবে।এই প্রকল্পটি ভারতীয় রিজার্ভ ব্যাংক ওফ ইন্ডিয়ার তত্বাবধানে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। প্রকল্পটির বাস্তবায়নে এবং সহযোগিতায় রয়েছেন ক্রিসিল ফাউণ্ডেশন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জামনা শাখার ম্যানেজার, জামনা উত্তর ও দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যবৃন্দ, ব্যাঙ্কিং করেসপণ্ডেন্স,কমিউনিটি বেসড ওরগানাইজেশনের নেতৃত্ব ও সদস্য-সদস্যাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষজন।

এই প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে পিংলা সহ দাঁতন-১, শালবনী, গড়বেতা-১, দাসপুর-১ এর  পাঁচটি মানি ওয়াইজ সেন্টার ফর ফাইনান্সিয়াল লিটারেসি (সি.এফ.এল) অফিসের মাধ্যমে মোট পনেরোটি ব্লকের সমস্ত গ্রামের মানুষদের জন্য আর্থিক সাক্ষরতা ও সচেতনতা মূলক কাজ করা হবে।পশ্চিম মেদিনীপুর জেলার যে যে ব্লকগুলিতে এই প্রকল্পের কাজ চলবে সেগুলো হলো-পিংলা, ডেবরা, সবং, দাঁতন-১, দাঁতন-২, মোহনপুর, মেদিনীপুর সদর, শালবনী, কেশপুর, গড়বেতা-১, গড়বেতা-২, গড়বেতা-৩, দাসপুর-১, দাসপুর-২ ও ঘাটাল।