Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা -কেন এমন হয়কলমে - তৃপ্তি সুধা মণ্ডলতারিখ - 23/11/2021
কেন এমন হয় !বুকের মাঝে ছেলে মানুষইঘুমিয়ে থাকে!কেন সে এখনোআদর খেতে ভালোবাসে-কেন সে এখনো ও ভালোবাসা চায়?কেন সে এখনো ভাবে তার মুখ দেখে কেউদুঃখ বুঝুক-ক…

 




সৃষ্টি সাহিত্য যাপন


কবিতা -কেন এমন হয়

কলমে - তৃপ্তি সুধা মণ্ডল

তারিখ - 23/11/2021


কেন এমন হয় !

বুকের মাঝে ছেলে মানুষই

ঘুমিয়ে থাকে!

কেন সে এখনো

আদর খেতে ভালোবাসে-

কেন সে এখনো ও ভালোবাসা চায়?

কেন সে এখনো ভাবে তার মুখ দেখে কেউ

দুঃখ বুঝুক-

কেন কেন ?

এ প্রশ্নের উত্তর নেই

মা বাবা হারিয়ে যায়-

সময়ের সাথে সাথে 

তবুও মন সেই মধুর ভালোবাসা খোঁজে।

কেন ?

বুকের মাঝে জ্বলে চিতার আগুন-

তবুও কেন তার মাঝে খোঁজে মন

শান্তির বারিষ!

কেন?


বসন্ত হারিয়ে যায় 

তবুও ফাগুন কাছে এলে

মন কেন উতলা হয়!

তবে কি বয়স সীমারেখা

বেধে দিতে পারে না -

 বয়সের কথা ভুলে গিয়ে

এখনো চাঁদের জ্যোৎস্নাকে ভালো লাগে!

কেন ?

জীবনের জ্বালা যন্ত্রনা ভুলে গিয়ে-

এখনো কেন মন চায় ভালোবাসতে।

কেন ?

তবে কি সারা জীবন ধরে

মানুষ এক ভালোবাসার পথ খোঁজে-

সেখানে থাকবে না কোন প্রশ্ন ।

থাকবে না কোন অভিযোগ।

দু,চোখে থাকবে অপার বিস্ময়

অপার বিস্ময়!


জীবনকে নিয়ে থাকবে পাগলামি-

ভালোবেসে করবে বার বার বোকামি,-

এটাই জীবন -


ভালোবাসার মাঝে আছে গভীর রহস্য।

সেখানে কোন হিসাব চলে না ।

অর্থ দেখে না -

রূপ দেখে না

শুধু খোঁজে এক ভালোবাসার হৃদয় !

শুধু খোঁজে এক ভালোবাসার হৃদয় !

সে যেন মানিক রতন!