Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জয়েন্ট এন্ট্রেন্স শুরু ২৩শে এপ্রিল

অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতাআগামী বছরের মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিকের দিন ঘোষনা হয়ে গিয়েছে।এবার জাননো হল জয়েন্টের দিন।ইন্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি, ফার্মেসী ও আর্কিটেকচারে স্নাতকস্তরে ভর্তি র এই পরীক্ষা হবে ২৩শে এপ্রিল।ডিসেম্বরের প্…

 


অমিতাভ গঙ্গোপাধ্যায়, কলকাতা

আগামী বছরের মাধ‍্যমিক ও উচ্চমাধ্যমিকের দিন ঘোষনা হয়ে গিয়েছে।এবার জাননো হল জয়েন্টের দিন।ইন্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি, ফার্মেসী ও আর্কিটেকচারে স্নাতকস্তরে ভর্তি র এই পরীক্ষা হবে ২৩শে এপ্রিল।ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অনলাইন আবেদন গ্ৰহন শুরু হবে।কোভিড বিধি মেনে পারষ্পরিক দূরত্বে ছাত্রছাত্রীদের বসিয়ে খাতায় কলমে পরীক্ষা নেওয়া হবে।বোর্ডের তরফ থেকে জানান হয়েছে, নির্দিষ্ট কারণে পরীক্ষার দিন পরিবর্তন হতে পারে।চলতি বছরে ৯২হাজার পরীক্ষার্থী জয়েন্টে বসার আবেদন করেছিলেন।এদের মধ‍্যে ৪০শতাংশ ছিলেন ভিন রাজ‍্যের।কলকাতা সহ রাজ‍্যের বিভিন্ন জেলায় ২৭৪টি কেন্দ্রে পরীক্ষার ব‍্যবস্থা করা হয়েছিল।এই অতীমারি র আবহে একমাত্র জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছিল রাজ‍্যসরকার।এবারেও পরীক্ষার্থীরা যাতে বাড়ির কাছের সেন্টারে পরীক্ষা দিতে পারেন,সেই ব‍্যবস্থা করা হবে।একটি ঘরে কতজন বসতে পারবেন তা পরে জানানো হবে।


এই সংক্রান্ত আলাদা নির্দেশিকা যাবে সেন্টার ইনচার্যের কাছ থেকে।এআইসিটিই র নিয়মে এই পরীক্ষা নেওয়া হয়।প্রশ্ন হয় (ওএমআর)সংক্ষিপ্ত ধর্মী।গত বছর কোভিডের আগেই পরীক্ষা নিয়েছিল জয়েন্ট বোর্ড।সাধারণত পরীক্ষা নেওয়া হয় এপ্রিল মাসেই।চলতি বছরে শুধু নিয়ম বদল হয়েছিল।কিন্ত এ বছর আগের নিয়মেই পরীক্ষা নেবে বোর্ড।প্রতিবছর রাজ‍্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু আসন খালি থেকে যায়।সেই সমস‍্যা মেটাতে গতবছর এপ্রিল মাসের পরিবর্তে উচ্চমাধ্যমিকের আগেই ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া হয়েছিল।এই বছরে বিধান সভা ভোটের কারণে এপ্রিল থেকে পিছিয়ে জুলাই মাসে পরীক্ষা হয়।ফল প্রকাশিত হয় আগষ্টে।