Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে ১০৫ তম মহান নভেম্বর বিপ্লব পালন করল বামপন্থীরা

বাবলু বন্দ্যোপাধ্যায়. কোলাঘাটবিশ্বের পুঁজিবাদকে ধ্বংস করে ভাববাদ ও বস্তুবাদের লড়াইয়ে সর্বহারা মেহনতী মানুষের ঐক্য ইউরোপের পোপ ও রাশিয়ার জারদের পরাজিত করে ১৯১৭ সালের ৭ নভেম্বর অক্টোবর বিপ্লবের সাফল্য লাভ হয় যা আমাদের দেশ…


 বাবলু বন্দ্যোপাধ্যায়. কোলাঘাট

বিশ্বের পুঁজিবাদকে ধ্বংস করে ভাববাদ ও বস্তুবাদের লড়াইয়ে সর্বহারা মেহনতী মানুষের ঐক্য ইউরোপের পোপ ও রাশিয়ার জারদের পরাজিত করে ১৯১৭ সালের ৭ নভেম্বর অক্টোবর বিপ্লবের সাফল্য লাভ হয় যা আমাদের দেশের নভেম্বর বিপ্লব নামে পরিচিত। আজো এই নভেম্বর বিপ্লব পালন করে আসছে বামপন্থী সংগঠনগুলি। রবিবার তমলুকের সিপিআই এর জেলা দপ্তরে শহীদ বেদীতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটিকে স্মরণ দেখা গেল কর্মী-সমর্থকদের। পতাকা উত্তোলন করেন জেলা সম্পাদক নির্মল বেরা ,শহীদ বেদীতে মাল্যদান করেন সহ-সম্পাদক গৌতম পন্ডা , যুবর জেলা সম্পাদক গৌরাঙ্গ কুইলা, মনোতোষ সামন্ত, শাশ্বতী গায়েন প্রমূখ নেতৃত্ব। এক সাক্ষাৎকারে যুবনেতা গৌরাঙ্গ কুইলা জানান দেশে বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও মার্কসীয় দর্শনের দীক্ষিত হয়ে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই চলবে সাধারণ মানুষের স্বার্থে। তমলুকের সিপিএম পার্টি অফিসে নভেম্বর দিবস পালন করতে দেখা যায় দলীয় কর্মী সমর্থকদের। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নিরঞ্জন সিহি। সারা ভারত ফরওয়ার্ড ব্লক ও তমলুক জেলা পার্টি অফিসে আজকের দিনটি পালন করে।