Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম-- পরিণতিকলমে -- পিয়ালী বসুতারিখ-- ২৩,১১,২০২১
শিশুর হাসি মিষ্টি বড় নেই তো কোন পাপজগত মাঝে ঘুরে বেড়ায় মনে নেই চাপ।হিংসা লোভ রাগ ক্ষোভ কিছুই তার নেইমেতে থাকে আপন মনে খুশির আনন্দেই।আমাদের এই পৃথিবীকে অব…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম-- পরিণতি

কলমে -- পিয়ালী বসু

তারিখ-- ২৩,১১,২০২১


শিশুর হাসি মিষ্টি বড় নেই তো কোন পাপ

জগত মাঝে ঘুরে বেড়ায় মনে নেই চাপ।

হিংসা লোভ রাগ ক্ষোভ কিছুই তার নেই

মেতে থাকে আপন মনে খুশির আনন্দেই।

আমাদের এই পৃথিবীকে অবাক চোখে দেখে

সারাদিনই খেলে বেড়ায় ধুলোকাদা মেখে।

মা বকলে দুই নয়নে অঝোর ধারায় ঝরে

ভয় পেলে এক ছুট্টে মা কে জড়িয়ে ধরে।

বাবার সাথে কখনও ভাব, কখনও তার আড়ি 

স্বপ্ন দেখে কাঁধে চড়ে দেবে সাত সমুদ্র পাড়ি।

মায়ের আঁচল ধরে সে সাহস আনে মনে

সবার মাঝে থেকেও মাকে হারায় ক্ষণে ক্ষণে।


একদিন সে বড় হয় কালের নিয়মে

এতদিন যা শিখেছিল সবই সে ভ্রমে। 

মায়ের আদর বাবার স্নেহ কিছুই ছিল না কম

তবুও তার বড় হওয়ায় ঘটলো অনিয়ম।

যে ছেলেটা বাজের শব্দে কাঁপতো থরোথরো

তারই ছোঁড়া বোমার ঘায়ে মানুষ মরোমরো।

যে ছেলেটা ভয় পেলে লুকিয়ে যেত ঘরে

তারই ভয়ে কেউ আর বাইরে বেরোতে না পারে।

যে ছেলেটা ঘাবড়ে যেত কাটতে গিয়ে ফল

তারই ছুরি করছে এফোঁড় ওফোঁড় বুকের তল।

যে ছেলেটা মায়ের চরণ ছুঁয়ে যেত শুভকাজে

তারই এখন হাত ওঠে মেয়েদের অসম্মানে লাজে। 


দিদির সাথে খুনসুটি তার, ভাই এর সাথে খেলা

পুলিশের সাথে লুকোচুরিতে কাটছে এখন বেলা।

এমনি করেই জীবন খানা যাচ্ছে বেশ বয়ে

নামডাক তার ভালোই হল অন্ধকারে ছেয়ে।

ভাবলো সে নিজেকে যেন অন্ধকারের রাজা

নিয়তি হাসলো মনে, তাকে দিল চরম সাজা।

হাত দুখানা উড়লো হঠাৎ বোমা বানাতে গিয়ে

তখন আর কেউ পাশে থেকে এল না এগিয়ে।

আপনজনেও ছেড়ে দিল কাটা দুই হাত

কোন কোন দিন জোটে না তার একমুঠো ভাত।

পঙ্গু ছেলের জীবন এখন ভিক্ষা করে কাটে

সারাদিন পড়ে থাকে সে রাস্তায় মাঠে ঘাটে।

                    ' পিয়ালী '