Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : ভাবতে পারি বেশ কলমে : শক্তিপদ ঘোষতারিখ : ২৩ , ১১ , ২০২১
তুমি ভাবতেই পারো--হয়তো বা ভাবছোও , এই আমি--সেই তেমন একটা কেউ ,সেই কবে ভেঙে যাওয়া--মহাসাগরেরঅনেক ঢেউয়ের মধ্যে বিস্মৃত একটা ঢেউ ।ম…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : ভাবতে পারি বেশ 

কলমে : শক্তিপদ ঘোষ

তারিখ : ২৩ , ১১ , ২০২১


তুমি ভাবতেই পারো--হয়তো বা ভাবছোও , 

এই আমি--সেই তেমন একটা কেউ ,

সেই কবে ভেঙে যাওয়া--মহাসাগরের

অনেক ঢেউয়ের মধ্যে বিস্মৃত একটা ঢেউ ।

মহাকাশের থেকে খসে যাওয়া

অনেক তারার ভিড়ে একটা তারা আমি ,

সেই কবে হঠাৎ ওঠা একটা ঝড়--হঠাৎই

থেমে যাওয়া--ঝড়ের পাগলামি ;

অথবা তোমার ভোলা গানের ভিতরে

ভোলা একটা গান ,

দু'হাতে কুঁচিকুঁচি করে ছিঁড়ে

ঝড়ের মুখে উড়িয়ে দেওয়া--চিঠিও একখান ।

ভাবতেই পারো--কোন শিশিরবিন্দু রাতের ,

ঝরে গেছে সেই কবে--রোদের চাবুকে--প্রভাতের ।


ভাবতেই পারো--মনে মনে ভুল করে লেখা

বিস্মৃত একটা উপন্যাসের পান্ডুলিপি

ধুলোর অরণ্যে ঢাকা ;

অথবা তোমার জীবননাট্যের ভিতরে

অঙ্ক একটা--আদ্যোপান্ত ফাঁকা ।

অথবা খুব তুচ্ছ একটা চরিত্র 

অবজ্ঞাত পড়ে থাকা কোন অধ্যায়ের এককোণে ,

খসে যাওয়া একটা ফুলকুঁড়ি--কোন এক

অজ্ঞাত ফুলবনে ।

ভাবতেই পারো--বিস্মৃতির অন্ধকারে

হারিয়ে যাওয়া হঠাৎ দেখা অচিন একটা দ্বীপ ;

আমি খুশি এই জেনে--তরী তোমার এইখানে

কোনদিনও ভিড়বে না--নিশ্চিত ।


তবে আমি চোখ বন্ধ করে ভাবতে পারি বেশ ,

শেষের শেষটা শেষাবধি--হয়নি নিঃশেষ ।

মালঞ্চের গাছ একটাও মরেনি ,

ফুল কোথাও একটাও ঝরেনি ,

নেভেওনি কোন বাতি ;

কথার সব ফুল--চুপ আকাশে

তারায় তারায় সাজিয়ে রেখে সাথেই জাগে রাতি ।

গানগুলো সেই হারিয়ে যাওয়া তেমনি বাজে ,

ঝিঞ্ঝির এসরাজে ।


আমি বেশ ভাবতে পারি--তেমনই একটা শ্বেতহংস তোমার 'তুমি'তে লীন হয়ে আজও 

তেমনই শুভ্র জ্যোৎস্নায়

চাঁদের আড়ে আড়ে--ভোর অবধি 

মন-খেয়ালে একলা ওড়ে উদ্দাম পাখনায় 

সাগরকে নিচে ফেলে ,

কিজানি কী এক তৃষ্ণাকে চোখের গভীরে জ্বেলে ।

আমি চোখের পাতা বন্ধ করে

অনিমিখ তাকিয়ে থাকি--দেখি

তার শুভ্র বুকের থেকে তেমনই একটা পালক

আমার চোখের পলকে--তেমনই খসে নিত্য ;

আমি তুলে নিয়ে তেমনি রাখি যত্ন করে 

হৃদয়পুরে--রিক্ত ।


সেই পালক একটা রাতের--প্রভাতে

কবিতা হয়ে ফোটে ,

যেমন করে আঁধার ভেঙে পুবে সূর্য ওঠে ।

তবু তুমি আছো--আমিও আছি --তবুও নাই কেউ ,

সাগর একটা মাঝখানে--অবিরাম ভাঙে ঢেউ ।

------------------------------------------------------------------