সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: গদ্য কবিতাশিরোনাম: এসো কিন্তু কালকলমে: প্রণব মাহাততারিখ: ২৩/১১/২০২১
অনেকদিন পর দেখলাম নিজেকে নিজের মতো করে, না এখনও তোমার প্রেমের চোরাস্রোত বইছে গোপনে হৃদয়ের খাঁজে... মনের গুনগতমান বজায় রেখেছি ঠিক শত ঝা…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ: গদ্য কবিতা
শিরোনাম: এসো কিন্তু কাল
কলমে: প্রণব মাহাত
তারিখ: ২৩/১১/২০২১
অনেকদিন পর দেখলাম নিজেকে নিজের মতো করে,
না এখনও তোমার প্রেমের চোরাস্রোত বইছে গোপনে হৃদয়ের খাঁজে...
মনের গুনগতমান বজায় রেখেছি ঠিক শত ঝামেলার মাঝেও,
হৃদস্পন্দন নর্মাল বর্তমানে, হয়তো বাড়বে তুমি আসলে কাছে।
কালকে আসবে বলেছ, এসো ঐ নীল শাড়িটি পরে...
জামের বাগানে বসবে নিশ্চয়ই, জায়গাটা তো তোমার খুব প্রিয় ছিলো...
আমি ধূমপান ছেড়েছি অনেক দিন... তোমার খারাপ লাগতো বলে,
জানো,দাঁতে নখ কাটিনা আর,তুমি বকে ছিলে বলে...
এখন চুল রাখি ছোট , দাড়ি কাটি প্রতিদিন নিয়ম করে...
তোমার দেওয়া রুমালে মুখও মুছি রোজ সকালে যত্ন করে,
তবে বাঁধা জুতো পরতে পারিনি ভালো, তুমি বলার পরেও. ..
কিনেছি দুই পাটি, সযত্নে রেখেছি আলমারির উপরে
না মিথ্যে বলছিনা একটুও,মিলিয়ে নিও তুমি ঘরে এলে।
আচ্ছা,তুমি কাজল পরো এখনও, আগের মতো করে....
কাল পরো কিন্তু,দেখবো দুচোখ ভরে
বিনুনি করোনা, খোলা রেখো চুল,
পরতে ভুলোনা যেন আমার দেওয়া সস্তা দামের দুল,
টিপটা,পরো তুমি নিজের মতো করে....
ঠোঁটে নিওনা রঙ, মানায় না তোমাকে ।
যদি পারো নিয়ে এসো আমাদের প্রিয় রবি ঠাকুরের
" সঞ্চয়িতা " হাতে করে....
তোমার কন্ঠে বেশ লাগে শুনতে কবিতা গুলি...
যখন পড়ো তুমি দুলেদুলে।
এসো কিন্তু কাল সমস্ত অভিমান ভুলে....
___________________
( স্বত্ব সংরক্ষিত)