Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৪ দিনের ব ইমেলা আগামী ৩১শে জানুয়ারি

প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক ব ই উৎসব শুরু হতে চলেছে কলকাতায়।মেয়াদ ১২ থেকে বেড়ে ১৪দিন।শুক্রবার পাবলিশার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ড জানাল,২০২২ এর ৩১শে জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক ব ইমেলা।সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্র…



প্রতি বছরের মত এবারও আন্তর্জাতিক ব ই উৎসব শুরু হতে চলেছে কলকাতায়।মেয়াদ ১২ থেকে বেড়ে ১৪দিন।শুক্রবার পাবলিশার্স আ্যন্ড বুক সেলার্স গিল্ড জানাল,২০২২ এর ৩১শে জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক ব ইমেলা।সল্টলেকের সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে,চলবে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত।সাধারণত ক‍্যালেন্ডার মেনে জানুয়ারি মাসের শেষ বুধবার শুরু হয়ে থাকে ব ই মেলা।চলে বার দিন‌।কিন্তু কোভিডের করুণায় এবছর অর্থাৎ ২০২১শে ব ইমেলা হয়নি।পরবর্তী তথা এ বছরের ব ই মেলা ৪৫ তম।যার ব‍্যতিক্রমে মেলা চলবে দুদিন বেশি।বইপ্রেমি মানুষের কাছে এটি একটি উপরি পাওনা।ভাল হয়েছে আয়োজক এবং উদ‍্যোক্তাদের পক্ষেও কারণ দিন বেশি হ ওয়ায় পাঠকদের ভীড়টা ছড়িয়ে যাবে।


কিভাবে কোভিড বিধি মেনে ব ইমেলা হবে,তা নিয়ে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।মাস্কসহ আনুষঙ্গিক সমস্ত প্রমাণ পত্রের উপর জোর দেওয়া তো বটেই,সামাজিক দূরত্ব বজায় রাখতে মেলারমাঠকেও ততটাই উন্মুক্ত করার চেষ্টা করা হবে।গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বলেন,ই-পাস ব‍্যবস্থা চালু করা হবে।তার জন‍্য আলাদা একটা প্রবেশ পথ থাকবে।ই-পাস নিয়ে নিয়ে এলে প্রবেশ করা সহজ হয়ে যাবে।গিল্ডের ওয়েবসাইট থেকে মিলবে এই পাস।"


৪৫তম ব ই মেলার থিম কান্ট্রি বাংলাদেশ।এই নিয়ে তৃতীয় বারের জন‍্য থিম কান্ট্রি হয়েছে।আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে।তিনি আসবেন বলে আশাবাদী গিল্ড।ব ই মেলায় স্বরণ করা হবে নেতাজী সুভাষচন্দ্র বোসুর১২৫ তম জন্ম শতবর্ষ,সত‍্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ ও ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি।গিল্ড কতৃপক্ষ জানিয়েছেন শেষ ব ই মেলায়৬০০-র বেশি স্টল ছিল।এবারের ব ই মেলায় স্টলের আয়তন ছোট হলেও সেই স্টল সংখ‍্যা কমার কোন সম্ভাবনা নেই।এক ই সঙ্গে স্টলের ভাড়াও অপরিবর্তিত থাকছে।