Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিষয়:- কবিতা, শিরোনাম:-অদ্ভুত সেই ভঙ্গী,লেখক:- রতন পাল,তারিখ:-০৯/১২/২০২১
মূল্য আজ মানুষের কিছু মাত্রা নাইধন বিনা মূল্য হীন দেখি খালি তাইপাল্লা দিয়েই মাপা হয় অর্থ বেশি কারগুণের মূল্য জৌলুসহীন মানবতা বেকার
অ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিষয়:- কবিতা, শিরোনাম:-অদ্ভুত সেই ভঙ্গী,

লেখক:- রতন পাল,

তারিখ:-০৯/১২/২০২১


মূল্য আজ মানুষের কিছু মাত্রা নাই

ধন বিনা মূল্য হীন দেখি খালি তাই

পাল্লা দিয়েই মাপা হয় অর্থ বেশি কার

গুণের মূল্য জৌলুসহীন মানবতা বেকার


অর্থ জোড়ে বলশালী হলেই হলো ভালো 

অন্য লোক অনর্থেরই ভরিয়ে দেয় কালো

মিথ্যাতে আজ সত্যের ঝাঁঝ চড়ায় গলার স্বর

কুঁকড়ে যায় সত্য ভয়ে মিথ্যায় সরগর 


বেঁচে থাকাই বড় বোঝা বোঝে মানুষ আজ

মরেও বাঁচে সয়ে দুখে হাসি মুখের সাজ

চক্ষু ভরে নিত্য দেখি নীতি মরছে জেগে

ধূর্ত নেকড়ে বল্লে কিছু কামড়ে দেবে রেগে 


চেতনা আজ অচেতনে সুখশয্যায় রত

বিবেক মরে বিনাদংশে হারিয়ে যত্রতত্র

বিবেক মাতে নিজসুখে নিয়ে শয্যাসঙ্গী 

পাপ বইছে নিজ ইচ্ছেয় অদ্ভুত সেই ভঙ্গী 


✍️

লেখক:-রতন পাল

………………….