Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম ঃ বিশ্ব চরণতলেকলমে ঃ চিত্রকর মনিরুজ্জামান মানিক তারিখ ঃ ২৯/১২/২০২১
জীবনের গান বইছে সৌরভেফুলে ফুলে আঙিনা আছে ভরি। ঝর্ণা ধারা বইছে প্রাণের প্লাবনেসুখময় জীবন চলায় আলোর দিশারী।
পুলকাকুল তৃণবীথি দুলিছে মঞ্…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম ঃ বিশ্ব চরণতলে

কলমে ঃ চিত্রকর মনিরুজ্জামান মানিক 

তারিখ ঃ ২৯/১২/২০২১


জীবনের গান বইছে সৌরভে

ফুলে ফুলে আঙিনা আছে ভরি। 

ঝর্ণা ধারা বইছে প্রাণের প্লাবনে

সুখময় জীবন চলায় আলোর দিশারী।


পুলকাকুল তৃণবীথি দুলিছে মঞ্জুরী 

মিলনের অশ্রুবারি ঝরেনি আজো সঞ্চিত রহি।

কন্ঠের গান সুরেলা কলরবে বাজি

ব্যাকুল বসন্ত বাহার উথলিয়া উঠি। 


পরাণ প্রদীপ উঠলো জ্বলে

হৃদয় পাখির মুখরিত গানে। 

স্বপনের মায়া ধরা দাও, কাব্যের বাঁধনে

চিত্রলেখার রংমহলে হাসিবে হরষে।


তপস্যা মোর জন্মের ঋণ,শোধ করিয়া লইবে পরপারে

পাগলা হাওয়া লাগবে কবে গায়ে।

প্রেমের বাণী উচ্চারিবো সকল দুঃখ কষ্ট সহে।

আর কয়টা দিন দিয়ো প্রভু ফুল ঝরানোর আগে।


নীল নীলিমায় মুক্ত ডানা ছড়ালো মেঘে

গাঁয়ের পথ চাঁদের আলোয় ঝিকিমিকি করে।

বৃষ্টি ঝরে রিনিঝিনি হৃদয় অন্তঃপুরে 

প্রেম কবিতার বাণী খূঁজি,দেবো বিশ্ব চরণতলে। 


১২ পৌষ, ১৪২৮

২৭ ডিসেম্বর, ২০২১