Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ--কবিতাশিরোনাম--""হৃদয়হরণ """কলমে--জয়া গোস্বামী২৯/১২/২০২১ 
আমাদের দেখা হোক এক শতাব্দীর পর...... 
তবুও থাকবো শুধু তোমার জন্য  অপেক্ষায়,সেই আগের সাজে আসবে কাছে চাঁপাতলায়!পরনে থাকব…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিভাগ--কবিতা

শিরোনাম--""হৃদয়হরণ """

কলমে--জয়া গোস্বামী

২৯/১২/২০২১ 


আমাদের দেখা হোক এক শতাব্দীর পর...... 


তবুও থাকবো শুধু তোমার জন্য  অপেক্ষায়,

সেই আগের সাজে আসবে কাছে চাঁপাতলায়!

পরনে থাকবে জীর্ণ বস্ত্র চিনে নেবো ভালোবাসায়,

অভিমান আড়াল করবো ,তোমাকে পাবার উদ্দীপনায়! 


দেখা হোক এক শতাব্দী পর....... 


অনেক অপেক্ষার প্রহর গুনেছি না পাওয়ার যন্ত্রণায়,

উপেক্ষা করেছো কাছে না  আসার নানা অছিলায়!

তীব্র দহন সহ্য করেছি হৃদয়ের, বিরহের আকুলতায়,

পথ চেয়ে থেকেছি  দাঁড়িয়ে  একা খোলা জানালায় ! 


দেখা হোক এক শতাব্দীর পর....... 


কল্পনার জাল বুনেছি তোমার অবয়বে হৃদয়ে,

আমি ক্লান্ত নিজের কাছে নিষ্ফল হয়ে !

শূন্যতা  গ্রাস করছে প্রতিনিয়ত বিফলতায়,

কাঁদছে মন  আমার না পাওয়ার কাতরতায় ! 


দেখা হোক এক শতাব্দীর পর....... 


চেনা রাস্তা চেনা জায়গা শুধুমাত্র তোমাকে চায়,

আমার  হৃদয়হরণ হয়েছিল সেই  ছাদের তলায়!

দুজনে খুঁজে নিতাম  নিত্য এক বুক খুশি নিয়ে,

মন হারাতাম দুজন সেদিন একবুক ভালোবাসায়! 


দেখা হোক এক শতাব্দীর পর...... 


মান ,অভিমান, কিছু নেই আর ,ভাবি না অতীত নিয়ে,

কষ্ট করে খুঁজে নিও  আমার আমি-কে তুমি নিজে গিয়ে!

শুধুই জানি দেখা হবে রাতের শেষে নতুন ভোরে,

সেদিনও থাকবো আগের মত চঞ্চল তোমার হৃদয় জুড়ে! 


দেখা হোক এক শতাব্দীর পর.....