Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ছুরির আঘাতে যুবকের রহস্য মৃত্যু বাঁশদ্রোণীতে

সোমনাথ মুখোপাধ্যায় 
পেটে ছুরির আঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কলকাতার দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্কে। মৃতের নাম রবিন দেবনাথ(২৩)। মৃতের পরিবার সূত্রে দাবি, রবিন দীর্ঘদিন ধরে ম…



সোমনাথ মুখোপাধ্যায় 


পেটে ছুরির আঘাতে অস্বাভাবিক মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে কলকাতার দক্ষিণ শহরতলির বাঁশদ্রোণী থানা এলাকার প্রগতি পার্কে। মৃতের নাম রবিন দেবনাথ(২৩)। মৃতের পরিবার সূত্রে দাবি, রবিন দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। তার জেরেই রান্নাঘরে রাখা ছুরি নিয়ে নিজের পেটে আঘাত করে আত্মঘাতী হয় সে। তার পরিবারের দাবি এটি আত্মহত্যা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিন মানসিক অবসাদে ভুগছিল। তার বাবার চাকরি নেই। ফলে আর্থিক অনটন ও পারিবারিক অশান্তি ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। স্থানীয় সূত্রে আরো জানা গিয়েছে, মঙ্গলবার রাতেও যথারীতি ঝগড়াঝাঁটি, অশান্তির শব্দ কানে আসে স্থানীয়দের। তারপরই রবিনের মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে যান। গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় রবিন মাটিতে পড়ে আছেন। তাঁরাই খবর দেন স্থানীয় বাঁশদ্রোণী থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বাঁশদ্রোণী থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় রবিনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চালাচ্ছে বাঁশদ্রোণী থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের পরিবারের সদস্যদের। যোগাযোগ করা হচ্ছে তাঁদের আত্মীয়দের সঙ্গেও। মৃত্যুর ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিনের বাবা সুশোভন দেবনাথ লকডাউন চলাকালীন চাকরি হারান। বর্তমানে তিনি কর্মহীন। রবিনের মা আয়ার কাজ করেন। ফলে অর্থনৈতিক অনটন, পারিবারিক অশান্তি চলত। এর প্রভাব পড়ে রবিনের ওপর। মঙ্গলবারে পারিবারিক অশান্তি বিবাদ হয়। প্রগতি পার্ক এলাকার স্থানীয় বাসিন্দারা আরো জানান, রবিন দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। কিন্তু দুবারই অকৃতকার্য হয় সে। বর্তমানে প্রাইভেটে পরীক্ষা দেওয়ার চেষ্টা চালাচ্ছিল রবিন। মঙ্গলবার রাতে রবিনের বাড়িতে অশান্তি চরমে ওঠে। তারপর এই মৃত্যুর ঘটনা। চূড়ান্ত হতাশা থেকেই এই আত্মহত্যার ঘটনা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। তবে মৃত্যুর ঘটনাটিকে এখনই আত্মহত্যা বলে মানতে নারাজ তদন্তকারীরা। তাঁরা জানান, মৃত্যুর সবরকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।