Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এখনো বাংলার বহু গ্রামে লিটল ম্যাগাজিনের কদর আছে , অভিমত কবি-সাহিত্যিকদের

ঘন্টু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর
সাহিত্য চর্চায় লিটিল ম্যাগাজিন এর ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে ।  গ্রামবাংলায় বহু লিটিল ম্যাগাজিন রয়েছে যা বহু বছর ধরে সাহিত্যচর্চার এক অগ্রণী ভূমিকা এখনো বহন করে আসছে বলে জানালেন পূর্ব ম…



ঘন্টু বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর


সাহিত্য চর্চায় লিটিল ম্যাগাজিন এর ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করে ।  গ্রামবাংলায় বহু লিটিল ম্যাগাজিন রয়েছে যা বহু বছর ধরে সাহিত্যচর্চার এক অগ্রণী ভূমিকা এখনো বহন করে আসছে বলে জানালেন পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা  শ্রীধর  মিলন মন্দির  গ্রন্থাগারে  লিটিল ম্যাগাজিন মেলা উপলক্ষে উপস্থিত কবি-সাহিত্যিকরা। রবিবার এই মেলার আয়োজক সংবাদ সৃজনীর উদ্যোগে মেলার উদ্বোধন করেন কবি প্রণবেন্দু বিশ্বাস। উপস্থিত ছিলেন সুকুমার মাইতি, দেবাশীষ প্রধান, মহাদেব চক্রবর্তী, আব্দুল মুক্তার, আমিরুল ইসলাম  সহ জেলা ও রাজ্যের বিভিন্ন কবি সাহিত্যিকরা। আয়োজক সংস্থা

এবংবিধ,  রবিস্বর, এবংপৃথ্বীশ, বহুল, প্রতিভার খোঁজে  পত্রিকার সম্পাদকের হাতে স্বারক ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ।  সংবাদ সৃজনীর সম্পাদক বিধান ঘড়োই জানান আজকের এই মেলাকে উৎসর্গ করা হয়েছে

 সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের নামে। সঞ্চালক ছিলেন দেবাশীষ চক্রবর্তী।