Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বই মেলা নির্ধারিত দিনে হবে কিনা ধন্দে বই প্রেমীদের একটি বড় অংশ

কলকাতা পুস্তক মেলা কি আদৌ হবে।বই মেলা প্রসঙ্গে বই প্রেমীদের মন আজও সেই দোলাচলে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেছিলেন কোভিড বিধি মেনে 31 জানুয়ারি শুরু হবে বই মেলা।গত বছর মেলা হয়নি।তাই গ্রিল ও কোমর বেঁধে মাঠে নেমেছিলেন ।একট…

 


তরুন চট্টোপাধ্যায় 
কলকাতা পুস্তক মেলা কি আদৌ হবে।বই মেলা প্রসঙ্গে বই প্রেমীদের মন আজও সেই দোলাচলে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষনা করেছিলেন কোভিড বিধি মেনে 31 জানুয়ারি শুরু হবে বই মেলা।গত বছর মেলা হয়নি।তাই গ্রিল ও কোমর বেঁধে মাঠে নেমেছিলেন ।একটি স্টল থেকে আর এক স্টলের দূরত্ব বিধি সহ মেলায় যাতে একসঙ্গে লোক সমাগম না হয় সেই মতো রুপরেখা ও টেনেছিলেন ।

কিন্তু বর্তমান করোনা পরিস্থিতি ও সেদিনের পরিস্থিতির মধ্যে আশমান জমিন ফারাক।আলফা বিটা গামা ডেলটা এখন সীমায়িত মিউ।কিন্তু ওমিক্রনের বাড় বাড়ন্ত ক্রমশই বেড়ে চলেছে।নভেম্বরের শেষাশেষি যে ওমিক্রন ছিল সাউথ আফ্রিকা কে ঘিরে,আজ কিন্তু সে সশরীরে কলকাতা তেই।কেমন করে এলো,কোন বিমানে চেপে এলো সে সব গৌন।এখন মুখ্য হলো কলকাতার ডাক্তারী পড়ুয়া ছাত্র কেও সে ছেড়ে কথা বলেনি।

আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করেও ভারত সরকার ওমিক্রন এর মুখ ঢাকতে পারেন নি।কোন ছিদ্র পথে সে এদেশে প্রবেশ করলো সেটি তো গবেষণার বিষয় ।

কলকাতা পুরভোট এই পরিস্থিতিতে শেষ হয়েছে।সামনেই নববর্ষ ।বড়দিন কেটেছে জন সমুদ্র নিয়েই।জেলায় জেলায় পুরভোটের দামামা বেজেই চলেছে।এই পরিস্থিতিতে বই প্রেমীদের বক্তব্য সব যদি হতে পারে বই মেলা নয় কেন।মেলা খেলা সব যখন চলছে বই কি দোষ করলো।

বই মেলা হবে না এমন কোন খবর নেই।তবে মেলা নিয়ে সে ধরনের উদ্যোগ চোখে পড়ছে না।কলেজ স্ট্রিটের বেশ কয়েকজন প্রকাশকের সঙ্গে কথা বলে জানা গেল তাঁরাও মেলা নিয়ে সন্দিহান ।এতদিন হয়ে গেলেও স্টলের জন্য টাকা জমা দেওয়ার কথা তাঁদের জানানো হয়নি।অথচ ফি বছর এই সময়ে মেলা নিয়ে অর্ধেক কাজ এগিয়ে থাকতো।এবার এখনো কোন উদ্যোগ চোখে পড়ছে না।

মেলা যদি হয় তা হলে এক্ষুনি উদ্যোগ না নিলে প্রকাশকরা পড়বেন মহা ফাঁপরে ।প্রত্যেক প্রকাশকের বই মেলা নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা থাকে।শেষমেষ তড়িঘড়ি করতে গিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটবে কি।

বই মেলাতে বই বিক্রি নিয়ে প্রকাশক দের মাথা ব্যথা নেই।কারন সমগ্র বছর ধরেই কলেজ স্ট্রিট বই পাড়ায় বই বিক্রি চলে।তবে মেলাতে একটা আলাদা ভাবে বই এর বিজ্ঞাপন হয়।যার স্বাদ ই আলাদা ।

ওমিক্রন চোখ রাঙালেও মেলা হতে এখনো একমাসের বেশি সময় বাকি আছে।কিন্তু জিওমেট্রিক প্রোগেশানে ওমিক্রন দৌড়ালে মেলা কি সত্যি হবে।আর হলেও মানুষ কি আসবেন।

হয়তো বঙ্গবাসী বলছেন মন্তন্তরে মরিনি আমরা ওমিক্রন নিয়ে থাকি।পাহাড় সমুদ্র তোলপাড় করে মানুষ ঘরছাড়া ।পথে ঘাটে মাস্কহীন মুখ।থাকলেও তা থুতনির নিচে।

বই মেলা হোক বই প্রেমীরা চান।তবে তা জীবনের বিনিময়ে নয়।

বই মেলা তো আর সাধারণ মেলা খেলা নয়।তাই যতি চিহ্ন তো একটা থাকেই।ওমিক্রন মানচিত্র দেখেই হয়তো আসল ছবি দেখা যাবে।

এখন কদিন অপেক্ষা ছাড়া গতি কি।