Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার নিয়ে সেমিনার

বৃহস্পতিবার মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে অনুষ্ঠিত হল ক্রেতা সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির। করোনাবিধি মেনেই শিবিরে অংশ নেয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও।

 এদিন সেমিনারের উদ্ধোধন করে বিদ্যালয়ের প্…



বৃহস্পতিবার মেদিনীপুর শহরের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে অনুষ্ঠিত হল ক্রেতা সুরক্ষা নিয়ে সচেতনতা শিবির। করোনাবিধি মেনেই শিবিরে অংশ নেয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও।



 এদিন সেমিনারের উদ্ধোধন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মালা মজুমদার এই ধরনের আলোচনা সভার গুরুত্ব তুলে ধরেন। সেমিনারে ক্রেতা সুরক্ষা নিয়ে বক্তব্য রাখেন পশ্চিম মেদিনীপুর জেলার ওয়েলফেয়ার অফিসার সুদীপ্ত সেন, জেলার ক্রেতা সুরক্ষার বুরো ইনচার্জ অভিজিৎ মান্না।

উল্লেখ্য, এই বিদ্যালয়ে অনেকদিন ধরেই রয়েছে কনজিউমার ক্লাব। ক্লাবের দায়িত্বে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক স্বরূপকুমার মণ্ডল।


উল্লেখ্য, আধুনিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সাযুজ্য রেখে ২০২০ সালের ২০ জুলাই থেকে উপভোক্তাদের সুরক্ষা ও সুবিধার পরিধি আরও বৃদ্ধি করতে সারাদেশে উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ কার্যকর হয়েছে।


এই নতুন আইন অনুযায়ী দেশের যেখান থেকেই জিনিস কিনুন বা পরিষেবা গ্রহণ করুন, ক্ষতিগ্রস্ত উপভোক্তা তার এলাকার সংশ্লিষ্ট উপভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে (জেলা বা রাজ্য কমিশনে) উপভোক্তা বিরোধ সংক্রান্ত মামলা দায়ের করতে পারবেন। এর ফলে ক্ষতিগ্রস্ত উপভোক্তা তার বাসস্থান বা কর্মস্থলের নিকটবর্তী কনজিউমার কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন।


তাছাড়া, পণ্য বা পরিষেবার মূল্য ১ কোটি টাকা পর্যন্ত জেলা কমিশনে, ১ কোটির উপর থেকে ১০ কোটি টাকা পর্যন্ত রাজ্য কমিশনে এবং ১০ কোটি টাকার ঊর্ধ্বে হলে জাতীয় কমিশনে অভিযোগ দায়ের করতে পারবেন।


সেমিনার শেষে প্রধান শিক্ষিকা মালা মজুমদার জানান, "আমাদের বিদ্যালয়ে ক্রেতা সুরক্ষার ক্লাব খুব সক্রিয়। নিয়মিত সচেতনতা মূলক আলোচনা সভার মাধ্যমে ছাত্রছাত্রীরা সচেতন হচ্ছে, এটাই বড় কথা।"