Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক মুখ

🙏🏼🧡💚শোণিতের জোগানে💚🧡🙏🏼গতকাল সন্ধ্যায় মেদিনীপুর কুইজ কেন্দ্র স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সৌমেন গায়েন দাদা ফোন করে বললেন উক্ত সংগঠনের সদস্য ভাষ্কর গাঁতাইত দাদার মায়ের 20 তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তমলুক ব্লাড ব্…

 


🙏🏼🧡💚শোণিতের জোগানে💚🧡🙏🏼

গতকাল সন্ধ্যায় মেদিনীপুর কুইজ কেন্দ্র স্যোসাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সৌমেন গায়েন দাদা ফোন করে বললেন উক্ত সংগঠনের সদস্য ভাষ্কর গাঁতাইত দাদার মায়ের 20 তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তমলুক ব্লাড ব্যাঙ্কে একটি ইন-হাউস রক্তদান শিবির অনুষ্ঠিত হবে ,আমি যদি কয়েকজন ডোনার নিয়ে যেতে পারি। আবহাওয়া এমনিতেই অত্যন্ত খারাপ। কয়েকজনের সাথে যোগাযোগ করি, কিন্ত সেভাবে সাড়া পেলাম না। শেষে আমার ভাই অভিজিত সামন্ত ও আমার আত্মীয় মানিক জানা (বাড়ি- তমলুকের নীলকুন্ঠা গ্রামে)কে পাই নিয়ে যাওয়ার জন্য। আজ সকালে যখন ওদের আমি ব্লাড ব্যাঙ্কে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি তখন কোলকাতা থেকে আমাদের একদা তমলুক অফিসের এসিস্ট্যান্ট ব্রাঞ ম্যানেজার দেবাশিস বাবু ফোন করলেন তাঁর শাশুরির B- (নেগেটিভ)রক্তের প্রয়োজন।


পরক্ষণেই তমলুক LICI অফিসের ডেভেলপমেন্ট অফিসার সুদীপ কুমার নায়ক স্যারও দেবাশিস বাবুর শাশুরির বিশয়ে বললেন। ততক্ষনাৎ বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক, কয়েকজন B - (নেগেটিভ) ডোনার, সৌমেন গায়েন দাদা,পাঁশকুড়াতে অলক মাইতি দাদাদের সাথে যোগাযোগ করে আপতকালীন সুরাহার ব্যবস্থা করে বৃষ্টির মধ্যেই দুজন ডোনার নিয়ে তমলুক পৌঁছন হয়। রক্তদান করিয়ে অতিবৃষ্টিতে ভিজতে ভিজতে (তিন জনের বর্ষাতিই ভাল নয়) আবার দুই জনকে আমার মোটরসাইকেলে নিয়ে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বকুনি খাওয়া(আমার একটু ভিজলেই সর্দি/জ্বর হয় তাই)।বিকেলে মায়ের হাতে তুলশি পাতা দিয়ে চা খেয়ে আমার Lici premium পয়েন্ট এ বসে বসে (হরশংকর গড়কিল্লা বাজারে) নিজের ও আত্মীয়ের প্রচার করার জন্য প্রতিবেদন টি লেখা। 🙏🏼

 নমস্কারান্তে- প্রশান্ত সামন্ত, বাহারপোতা,পাঁশকুড়া,তমলুক, পূর্ব মেদিনীপুর। 9732748785.7908310084. 🙏🏼