Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৩.৮০ % শিশু ঘুমনোর আগে বা ঘুমতে যাওয়ার সময় স্মার্ট ফোন ব্যবহার করে: সমীক্ষা

দেবাঞ্জন দাস২৩.৮০ % শিশু ঘুমনোর আগে বা ঘুমতে যাওয়ার সময় স্মার্ট ফোন ব্যবহার করে: সমীক্ষা 
ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) সম্প্রতি গ্রাম ও শহর অঞ্চলে "শিশুদের মোবাইল ফোন এবং ইন্টারনেটের সুবিধা সহ অন্য…

 


দেবাঞ্জন দাস

২৩.৮০ % শিশু ঘুমনোর আগে বা ঘুমতে যাওয়ার সময় স্মার্ট ফোন ব্যবহার করে: সমীক্ষা 


ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) সম্প্রতি গ্রাম ও শহর অঞ্চলে "শিশুদের মোবাইল ফোন এবং ইন্টারনেটের সুবিধা সহ অন্যান্য ডিভাইস ব্যবহারের প্রভাব (শারীরিক, আচরণগত ও মানসিক-সামাজিক)" শীর্ষক বিষয়ের ওপর ৫ হাজার নমুনা সংগ্রহ করে সমীক্ষার কাজ চালায়।


সমীক্ষায় দেখা গেছে ২৩.৮০ %  শিশু ঘুমনোর আগে বা ঘুমতে যাওয়ার সময় স্মার্ট ফোন ব্যবহার করে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর ব্যবহারও বাড়ে। এতে শিশুর ওপর বিরূপ প্রভাব পড়ে। অনুপযুক্ত সময়ে স্মার্ট ফোনের ব্যববহার শিশুদের স্বাস্থ্য ও সুস্থতার ওপর ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। ফলে শিশুদের মধ্যে মনসংযোগের মাত্রা হ্রায় পায়। সমীক্ষা অনুসারে দেখা গেছে ৩৭.১৫ শতাংশ শিশুর সর্বদা বা ঘন ঘন স্মার্ট ফোন ব্যবহারের কারণে মনসংযোগের মাত্রা হ্রাস পেয়েছে।


এনসিপিসিআর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে গবেষণার ফলাফলের ভিত্তিতে সমাজের বৃহৎ অংশ শিশুদের খেলাধুলার জন্য খেলার মাঠ এবং খেলাধুলার প্রতি উৎসাহ যোগাতে সুপারিশ করেছে।


রাজ্যসভায়  এক প্রশ্নের লিখিত উত্তরে একথা জানিয়েছেন, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শ্রীমতী স্মৃতি জুবিন ইরানি।