Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আন্তরাজ্য খো খো চ্যম্পিয়নশিপের সিলেকশান পর্ব

দেশমানুষডেস্ক:  আগামী 8/01/2022 তারিখ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে আন্তরাজ্য খো খো চ্যম্পিয়নশিপ তারই প্রস্তুতি হিসেবে আজ মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট খো খো পুরুষ ও মহিলা টিমের সিলেকশান পর্ব আজ সম…

 


দেশমানুষডেস্ক:  আগামী 8/01/2022 তারিখ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে আন্তরাজ্য খো খো চ্যম্পিয়নশিপ তারই প্রস্তুতি হিসেবে আজ মেদিনীপুর স্পোর্টস কমপ্লেক্স ময়দানে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট খো খো পুরুষ ও মহিলা টিমের সিলেকশান পর্ব আজ সমাপ্ত হলো, জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা খেলোয়াড় উপস্থিত হয়ে ছিলো, সেখান থেকে 12 জন মহিলা ও 13 জন পুরুষ খেলোয়াড় সিলেক্ট করা হয় পশ্চিম মেদিনীপুর জেলা টিমের জন্য, সিলেকশন পদ্ধতিটি সম্পূর্ণ করেন জাতীয় খো খো দলের কোচ প্রভাংশু রায় (নন্দন দা), ওনাকে সহযোগীতা করেন শ্যামসুন্দর বিশ্বাস, প্রাক্তন খোখো খেলোয়াড় পলাশ দাস, উদ্যোগী সংঘ সমাজ কল্যান সমিতির সভাপতি ও ক্রীড়ানুরাগী ব্যক্তি রাহুল কোলে, সম্পাদক দেবাশীষ ভূঞ্যা, ও বাপ্পা মান্না , ওনারা পশ্চিম মেদিনীপুর জেলা টিমের অগ্রিম শুভেচ্ছা বার্তা জানান এবং জেলার বিভিন্ন স্তর থেকে আরো খেলোয়াড় আসার আহ্বান জানান।