Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম: ভুল আশ্রয়কলমে : মেহেদী হাসানতারিখ : ২৯:১২:২১
ভুল আশ্রয়ের সাধনায় বেড়ে গেছে বয়স।ভুল বসন্তের আশায় আজন্ম শীতের বাসিন্দা আমি।মিষ্টি বসন্ত আমার নয় ।ফুল ফোটার সৌরভ নয় পাতা ঝরার কান্না শুনি আমি।বসন্তের বৈরিতা …

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম: ভুল আশ্রয়

কলমে : মেহেদী হাসান

তারিখ : ২৯:১২:২১


ভুল আশ্রয়ের সাধনায় বেড়ে গেছে বয়স।

ভুল বসন্তের আশায় আজন্ম শীতের বাসিন্দা আমি।

মিষ্টি বসন্ত আমার নয় ।

ফুল ফোটার সৌরভ নয় পাতা ঝরার কান্না শুনি আমি।

বসন্তের বৈরিতা আমায় বয়সের ভার বোঝায় ।

আজকাল আর কোন স্বপ্ন নয়,

কোন আশ্রয় নয় ,

কেবল দগ্ধ স্মৃতিমালা আমার যৌবনের গান শোনায় -

শেষ বেলায় মিহি সুরে অব্যক্ত বেদনায়।

ফেলে আসা দিন স্বজন , বন্ধু আর প্রিয় মুখটি

তৃষ্ণার্ত হাতছানি দেয় ভৌতিক রসিকতায় ।

আমায় নতুন কিছু আর আবেদিত করে না,

আমি স্থীর আর বিস্ময়ে নিজেকে দেখতে পাই,

আমার সম্মুখে আমি অথচ দুরত্ব টা কত গভীর ।

আমি চাইলেই আর আমায় ছুঁতে পারি না ।

কেবল শূণ্যতা আর বিনাশ্রীত যৌবনের ধূসরতা 

আমার আমাকে চিনিয়ে দেয় দারুন তিরস্কারে।

আমি বুঝতে পারি আমি একা

এই যে সমগ্র জীবনের একাকী পথ আমার

তা কেবল আমারই ।

আমিহীন এ পথ আবার উঠবে সবুজে সবুজে ভরে,

শুধু আর ভুল আশ্রয়ে যাওয়ার শক্তিহীনতায় নিরব আমি।

কেবল ভুল আশ্রয় সাধনায় বেড়ে গেল বয়স।