Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

, সৃষ্টি সাহিত্য যাপন 
ঈশ্বরের চেতনার মতো
রূপবিলাস মণ্ডল ২৯. ১২. ২০২১
সকালের রোদ্দুরের মতো তুমি ঈশ্বরের চেতনার মতো। যেখানে সহজ বোধ প্রতিদান হীন যেখানে নীরব ভালোবাসা সেই খানে সত্য তুমি,সেখানে তোমার জন্য আমার প্রতীক্ষা রাত্রি দিন। 
ত…

 


, সৃষ্টি সাহিত্য যাপন 


ঈশ্বরের চেতনার মতো


রূপবিলাস মণ্ডল 

২৯. ১২. ২০২১


সকালের রোদ্দুরের মতো তুমি 

ঈশ্বরের চেতনার মতো। 

যেখানে সহজ বোধ প্রতিদান হীন

 যেখানে নীরব ভালোবাসা 

সেই খানে সত্য তুমি,

সেখানে তোমার জন্য 

আমার প্রতীক্ষা রাত্রি দিন। 


তোমাকে বাঁধিনি আমি কোন অভিধায়ে,

প্রাণে শুধু মেলে ধরি দুটি ছোট ডানা

পারলে উড়িয়ে দাও বন্ধন হীন 

উড়ে যাবো পাণিপথ কলিঙ্গ হয়ে

 ঊড়ে যাবো সারনাথ শান্তির খোঁজে ।


তবুও হৃদয়ে ব্যথা জেগে রয়,

কঠোর বাস্তব শব্দ মালা

 মাঝে-মধ্যে প্রতিধ্বনি হয় 

দেওয়ালে দেওয়ালে, হৃদয়ে হৃদয়ে, 

 ‌অলিন্দ-নিলয়ে ,রক্তের প্রবাহে ---

জীবনের খুব কাছাকাছি।


মুক্তি বেগ নিয়ে আমি মহাশূন্যে 

 জ্যোতিষ্ক-লোকের পথে হারাতে হারাতে থেমে

 তোমার শব্দের জন্য দিন গুনি 

বিষন্ন অন্ধকারে ওৎপেতে ,,

যেহেতু তোমার কাছে 

বাঁচার ঠিকানা লেখা আছে। 

সকালের রোদ্দুরের মতো তুমি 

ঈশ্বরের চেতনার মতো।