Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
শিরোনাম - বরংকলমে - ঝুমা মল্লিক২৯।১১।২০২১
ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে,কতগুলো বসন্ত পেরিয়ে এলাম -তবুও বলা হলোনা,স্বপ্নগুলো ডানা মেলে উড়ে গেলো না ।মানুষটাকে সত্যি চিনেছিলাম ,অথচ ,নিজেকে কি দিলাম ?
কাঁটাতারে…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


শিরোনাম - বরং

কলমে - ঝুমা মল্লিক

২৯।১১।২০২১


ভালোবাসার মানুষটাকে ভালোবাসি বলতে,

কতগুলো বসন্ত পেরিয়ে এলাম -

তবুও বলা হলোনা,স্বপ্নগুলো ডানা মেলে উড়ে গেলো না ।

মানুষটাকে সত্যি চিনেছিলাম ,

অথচ ,নিজেকে কি দিলাম ?


কাঁটাতারের বেড়া ডিঙিয়ে

মনপাখি উড়ে ছিল অন্য দিশায়

দেখেছিল ,অদেখা লিখন লিপি।

বদলে যায় চেনা মানুষের ছবি।

ওরা সুযোগ বুঝে অন্য মুখোশ নেয় তুলে

দুলে ওঠে হৃদয় নামক যন্ত্র,

যন্ত্রণা হয় ,যন্ত্রেরা বোঝেনা ।


অথচ আমি সেই আগের মতোই

উনুন ঘরে ধোঁওয়াতে উড়িয়ে দিচ্ছি ভালোবাসা 

 আস্কারা দিচ্ছি মাছেদের,মন্তব্য করছি পাখিদের।

মানুষ হবার মন্ত্র খুঁজে পেয়েছি 

মন থেকে মনে ভালোবাসা পৌঁছে দিয়েছি।

কেউ কি বুঝেছে ?


বরং 

ভালোবাসা উলের কাঁটায় 

ঘর গুণে গুণে এগিয়ে চলেছে।

আজ ,নীরবে ভালোবাসার কথা বলেছে ।