Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন"নিঃসঙ্গ সুরে"---রেশমা বেগম২৯.১১.২০২১ ইং
বিনিদ্ররাতে কোন্ সুরের খেয়া ভাসাও আমায় নিঝুম চাঁদে,বাগের পথে বকুল তলায়দিবে কী আমায় রক্তরাগে।
ব্যথা যথায় সুরের মূর্ছনায়সাঁঝ-সকালে ঘুমের কাঙ্গালীপনা,উদাস আঁখ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

"নিঃসঙ্গ সুরে"

---রেশমা বেগম

২৯.১১.২০২১ ইং


বিনিদ্ররাতে কোন্ সুরের খেয়া 

ভাসাও আমায় নিঝুম চাঁদে,

বাগের পথে বকুল তলায়

দিবে কী আমায় রক্তরাগে।


ব্যথা যথায় সুরের মূর্ছনায়

সাঁঝ-সকালে ঘুমের কাঙ্গালীপনা,

উদাস আঁখি শুভ্র কুয়াশায়

বাতায়নে সুদুরিকায় দৃষ্টি প্রক্ষেপণা।


কোন্ প্রত্যুষে ধ্বনি আসলো

নিশ্চুপে কর্নের অন্তর্মুলে,

অজানা কুসুমের হাস্যবাণী ঘুরে

বেড়ায় হিমেল শিশির জলে।


নীল আকাশে দূরে-দূরে উড়ছে

পক্ষীরা উল্লাসে সঙ্গীত গেয়ে,

নিঃসঙ্গ সুরের বৃত্ত আবদ্ধে

মনো-সুরঞ্জনা বিহ্বলতায় সংকল্পে।


তৃণের কোমলতায় হৃদয় ভিজে

প্রভাতী আবিরের নির্মল বদনে,

মায়ার খেলায় মেতেছে সবাই

অশেষ বিরহের চতুর দোলায়।


ঢাকা, বাংলাদেশ।