Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য সৃজনবিভাগ:- কবিতাশিরোনাম:- পাহাড়ীয়া সুরকলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:- ২৮/১২/২০২১
চলো যাই ঐ যে দূরের দিগন্তে পাহাড়ী নদীর ঝর্ণা,পাগল হৃদয়ে উড়িয়েছে যেন সাদা ওড়নার বর্ণা। থৈ থৈ সুরে বাজছে নূপূর তরঙ্গের স্রোতে …

 


সৃষ্টি সাহিত্য সৃজন

বিভাগ:- কবিতা

শিরোনাম:- পাহাড়ীয়া সুর

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:- ২৮/১২/২০২১


চলো যাই ঐ যে দূরের দিগন্তে পাহাড়ী নদীর ঝর্ণা,

পাগল হৃদয়ে উড়িয়েছে যেন সাদা ওড়নার বর্ণা। 

থৈ থৈ সুরে বাজছে নূপূর তরঙ্গের স্রোতে আজ,

মনের মাধুরী মিশিয়ে যেন অভিসারে লাল সাজ।


ডাকছে যেন দুবাহু বাড়িয়ে আমার কাছে এসে,

ঝর্ণা সুন্দরী সুরেলা গলায় গানের সুরের রেশে।

মাতবে যেন সবার সাথে ভাবনায় মনের মাঝে,

তাইতো আজ আনন্দেতে রঙিন খুশির ভাঁজে।


নীল আকাশের  সাদা মেঘেরা খুশির হাসি হেসে,

তাদের সাথে ঝর্ণারাও সব নৃত্যরতা পরীর দেশে।

সবুজ ঘাসের মনকাড়া রঙ সবাইকে কাছে টানে,

ছুটে চলে যাই দূর দিগন্তে অজানার দিক পানে।


না বলা কতো কথা আজ মনের গভীরে জমা,

তুমি কি কখনো করবে তাদের মনের থেকে ক্ষমা।

ভাবনাগুলো আলোর আকাশে উড়ছে ডানা মেলে,

চলে যাব সেই সুদূরের কাছে পেছনের বাধা ফেলে।


মনের কিনারে সুখ দুঃখের গল্পগুলো যখন কাঁদে,

প্রকৃতি তখন নিজের মতো জাল বিছিয়ে ফাঁদে।

পড়বে ধরা ভালোবাসায় মোহের টানে এসে শেষে,

কান্না হাসির ঝিলিক মেরে মনের গায়ে ঘেঁষে ঘেঁষে।