Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনযোগেন্দ্র বচন    কলমে -চন্দন তুষার তপন    (একটু কঠিন ভাষা কিন্তু বুঝতে পারবেন জানি) ২৮/১২/২১
নির্ভীক নত'চিত্তের ধারী বিমোহিত আসনে;দেখে কলা 'চন্দ্রলীলা ঐ কালিকাময় গগনে'প্রস্তরাসনে মুনি-- যাহা পর্বতাঙ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

যোগেন্দ্র বচন

    কলমে -চন্দন তুষার তপন

    (একটু কঠিন ভাষা কিন্তু বুঝতে পারবেন জানি)

 ২৮/১২/২১


নির্ভীক নত'চিত্তের ধারী বিমোহিত আসনে;

দেখে কলা 'চন্দ্রলীলা ঐ কালিকাময় গগনে'

প্রস্তরাসনে মুনি-- যাহা পর্বতাঙ্গের উপরে 

নক্ষত্র অবনত মুখি ! ম্লান গগন বিহারে !


বহিল; চৌরচঞ্চল বায়ু কুরূপমেঘাম্বরে-

অতি প্রগাঢ়চিন্তা- পুনরপি; হৃদয়ে পসারে,

আরো যতেক রাশিকৃত শ্রেষ্ঠ,'পদমোহগ্লানি

কুলুতান ছারি মন, ব্যাথিত শরৎ প্লাবিনী!

  

পরিভ্রমনে পায় উৎকট; আনন্দ প্রতিতী

বান্ধব ভুজঙ্গিনীতূল্য, সুপ্ত লব্ধসারবতী 

মোহান্ধ জগত গগন; মুনি মনে মনে ভাবি 

পুনরায় ধ্যানমগ্ন হলো ইহা যোগেন্দ্র কবি,


 মিথ্যা শোকে মগ্ন কেন ওহে দুঃখের তপস্বী?

 জীবনেশ্বর কহিলেন; মুনে,যোগাবেশে আসি,

 প্রেতবাস মন্দিরে পুজো কেন আনন্দ নন্দন?

 অশুচি প্রেমের দূষিত স্বপ্ন করো প্রক্ষালন !

 

নবপ্রাণ মন্ত্রে ধরো দুর্জয় বিজয় আহ্বান --

শঙ্কাতরাস রোধে করো; লিপ্ত প্রলয়ে সাধন,

ওহে মানব যাহা তোমা করে, হৃদয় বিদীর্ণ- 

হীনমন্য, ওহে অনন্য তুমি নও হে নগণ্য ।।