Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#যেন সাতকূলে এসে জন্মায়
ডা.শামস রহমান১ত পৌষ'১৪২৮;ইং ২৮/১২/২১
কে উঠায় দূর পাহাড়ের চূড়ায়,বড় ইচ্ছে করে কাছে যেতেকে দেখায় শৃঙ্গ নীলাকাশে ছুঁয়েছে,নেবে কি আমায় সাথে!কবি কি খুঁজো সেই প্রকৃতির মাঝে,ধরা দিয়ে যেন অধর…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#যেন সাতকূলে এসে জন্মায়


ডা.শামস রহমান

১ত পৌষ'১৪২৮;ইং ২৮/১২/২১


কে উঠায় দূর পাহাড়ের চূড়ায়,বড় ইচ্ছে 

করে কাছে যেতে

কে দেখায় শৃঙ্গ নীলাকাশে ছুঁয়েছে,নেবে কি 

আমায় সাথে!

কবি কি খুঁজো সেই প্রকৃতির মাঝে,ধরা দিয়ে 

যেন অধরা

ভুবনে থেকেও সে কারও নয়,যেন ভিন্নগ্রহের 

মানুষ কবিরা

সে তো ছন্নছাড়া সাধ নেই ভালো মন্দে,আছে 

শুধু কবিতার ক্ষুধা

অভিলাষ যত স্বপ্নভঙ্গ তত,জীবনে নেই হাহুতাশ  

দ্বন্দ্ব দ্বিধা!


এইটুকু স্বপ্ন ভাঙ্গে অতঃপর,দিবস রজনী হাড়ি 

চড়ে কি সংসারে?

কবি তারে বলি সে স্বপ্নদিশারী,ফুল সাজায় 

স্বপ্নবাসরে!

একটি আশা মুছবে ফেলবে না ভাষা,যতখানে 

কপাল ঠেকাবে

বলো না মাগো কবি হতে চায় কেউ যদি,সে সাধ 

কি তার মিটবে

নীলে নীলকণ্ঠ আকণ্ঠ পান করে,বিষাদ সিন্ধুতে 

ঝাপ দেয়

কে আছ ওকে ফেরাও পথ থেকে,এতো পাগলামি

ছাড়া কিছু নয়!


পাল তুলে তরী হাতে ধরে মসি,আকাশ জোছনায় 

দেয় পাড়ি

কবি কখনো হা-পিত‍্যেশে মরেনা,হয়নি স্ট‍্যাটাস বাড়িগাড়ি!

কবিতা চুলোয় জ্বলে গিন্নি বৃথা রাগে ভরে,ওরে

থামাস না তাড়াতাড়ি 

সর্বনাশ হয়ে যাবে নির্ঘাত ছাঁইপাশ লিখে,ঘরে 

যে তার কেলেঙ্কারি!


ও কবি আনা দুআনায় পূর্ণ হয় না পেটখানা,

সে তো মনের কারবারি

কবির পুণ‍্যে এ ধরণী ধন‍্য,সে নয়তো প্রতিভার 

ব‍্যাপারি!

কবিতার স্বপ্ন সাহসে মগ্ন হয়ে দু'কথা লিখে যায়, 

রাজ‍্যের রোজনামচায়

কবি নামে ডেকো পরজন্মেও তারে,যেন কেউ

সাতকূলে এসে জন্মায়।


#কবিস্বত্ব_সংরক্ষিত।